TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Aug 31, 2022 | 9:45 AM
গত ১৭ অগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের নবনির্মিত আর্কাইভের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সংগ্রশালা ঘুরে দেখলেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন-সহ দলের ফুটবলাররা। (ছবি:ফেসবুক)
রাজা সুরেশ চন্দ্র চৌধুরী মেমোরিয়াল আর্কাইভ খুঁটিয়ে দেখলেন হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইন।(ছবি:ফেসবুক)
মঙ্গলবার অনুশীলনের ফাঁকে আর্কাইভ ঘুরে দেখেন ইভান গঞ্জালেস, অ্যালেক্স লিমা, কিরিয়াকুর মতো বিদেশি ফুটবলাররা।(ছবি:ফেসবুক)
সবে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলিয়ান্দ্রো সংগ্রহশালা দেখে মুগ্ধ। (ছবি:ফেসবুক)
শতাব্দী প্রাচীন ক্লাবের গর্বের ইতিহাস সমৃদ্ধ এই সংগ্রহশালা দলের ফুটবলারদের মুগ্ধ করেছে।(ছবি:ফেসবুক)