ইস্টবেঙ্গলের (East Bengal) মাঠে চতুর্থ কন্যাশ্রী কাপের (Kanyashree Cup) ম্যাচে আজ, মঙ্গলবার ১০ জানুয়ারি মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ও বেহালা ঐক্য সম্মিলনী (Behala Aikya Sammilani)।
এই ম্যাচে রেকর্ড গড়ে জিতেছে ইস্টবেঙ্গল। কারণ, এক-দুই গোল নয়, বেহালা ঐক্য সম্মিলনীকে গুনে গুনে মোট ৩৫টি গোল দিয়েছে ইমামি ইস্টবেঙ্গলের মেয়েরা।
আইএফএ (IFA)-র পক্ষ থেকে জানানো হয়েছে, আইএফএ আয়োজিত মহিলাদের টুর্নামেন্টে এই বিশাল বড় ব্যবধানে জয় একটা বিরাট রেকর্ড।
চোখের পলক পড়তে না পড়তে একের পর এক গোল দিয়েছেন লাল হলুদের মেয়েরা।
ম্যাচের বয়স যখন মাত্র ৩ মিনিট, তখন প্রথম গোল করেন গীতা দাস। সেই শুরু, এর পর প্রথমার্ধে মোট ১৮টি গোল হয়েছে।
দ্বিতীয়ার্ধে আরও সব মিলিয়ে ১৭টি গোল করেছেন ইমামি ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররা।
ইস্টবেঙ্গলের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন কবিতা সোরেন (৬) ও মৌসুমি মুর্মু (৬)। ৫টি করে গোল করেছেন দেবলীনা ভট্টাচার্য ও গীতা দাস। সুস্মিতা বর্ধন করেন ৪টি গোল। ঐশ্বরিয়া জাগতাপ মোট ৩ বার বেহালার জাল কাঁপান। সুলঞ্জনা রাউল ও তনুশ্রী ওরাও ২টি করে গোল করেন। পিয়ালি কড়া ও বিরশী ওরাও করেন ১টি করে গোল।