ইউএস ওপেনের ফাইনালে কানাডার লায়লা ফার্নান্ডেজকে (Leylah Fernandez) ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন গ্রেট ব্রিটেনের এমা রাডুকানু (Emma Raducanu)। (সৌজন্যে-ইউএস ওপেন ওয়েবসাইট)
১৯৭৭ সালে ভার্জিনিয়া ওয়েড (Virginia Wade) প্রথম ব্রিটিশ মহিলা হিসেবে গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। তারপর ৪৪ বছর পর ফের ব্রিটিশ মহিলা হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন এমা।(সৌজন্যে-ইউএস ওপেন ওয়েবসাইট)
কোচেদের সঙ্গে এ বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাডুকানু।(সৌজন্যে-ইউএস ওপেন ওয়েবসাইট)
সেরেনা উইলিয়ামসের পর দ্বিতীয় মহিলা টেনিস প্লেয়ার হিসেবে একটিও সেটে না হেরে গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হলেন গ্রেট ব্রিটেনের এমা রাডুকানু।(সৌজন্যে-ইউএস ওপেন ওয়েবসাইট)