US Open 2021: ফ্লাশিং মিডোয় ইতিহাস ১৮ বছরের এমা রাডুকানুর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 12, 2021 | 8:29 AM

ইউএস ওপেনের (US Open) ফাইনালে কানাডার লায়লা ফার্নান্ডেজকে (Leylah Fernandez) হারিয়ে ফ্লাশিং মিডোয় ইতিহাস গড়ল ১৮ বছরের এমা রাডুকানু (Emma Raducanu)। খেলার ফল এমার পক্ষে ৬-৪, ৬-৩। স্ট্রেট সেটে লায়লাকে হারিয়ে 'অল টিনএজ' ফাইনালে শেষ হাসি ফুটল এমার মুখে।

1 / 4
ইউএস ওপেনের ফাইনালে কানাডার লায়লা ফার্নান্ডেজকে (Leylah Fernandez) ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন গ্রেট ব্রিটেনের এমা রাডুকানু (Emma Raducanu)। (সৌজন্যে-ইউএস ওপেন ওয়েবসাইট)

ইউএস ওপেনের ফাইনালে কানাডার লায়লা ফার্নান্ডেজকে (Leylah Fernandez) ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন গ্রেট ব্রিটেনের এমা রাডুকানু (Emma Raducanu)। (সৌজন্যে-ইউএস ওপেন ওয়েবসাইট)

2 / 4
১৯৭৭ সালে ভার্জিনিয়া ওয়েড (Virginia Wade) প্রথম ব্রিটিশ মহিলা হিসেবে গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। তারপর ৪৪ বছর পর ফের ব্রিটিশ মহিলা হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন এমা।(সৌজন্যে-ইউএস ওপেন ওয়েবসাইট)

১৯৭৭ সালে ভার্জিনিয়া ওয়েড (Virginia Wade) প্রথম ব্রিটিশ মহিলা হিসেবে গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। তারপর ৪৪ বছর পর ফের ব্রিটিশ মহিলা হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন এমা।(সৌজন্যে-ইউএস ওপেন ওয়েবসাইট)

3 / 4
কোচেদের সঙ্গে এ বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাডুকানু।(সৌজন্যে-ইউএস ওপেন ওয়েবসাইট)

কোচেদের সঙ্গে এ বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাডুকানু।(সৌজন্যে-ইউএস ওপেন ওয়েবসাইট)

4 / 4
 সেরেনা উইলিয়ামসের পর দ্বিতীয় মহিলা টেনিস প্লেয়ার হিসেবে একটিও সেটে না হেরে গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হলেন গ্রেট ব্রিটেনের এমা রাডুকানু।(সৌজন্যে-ইউএস ওপেন ওয়েবসাইট)

সেরেনা উইলিয়ামসের পর দ্বিতীয় মহিলা টেনিস প্লেয়ার হিসেবে একটিও সেটে না হেরে গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হলেন গ্রেট ব্রিটেনের এমা রাডুকানু।(সৌজন্যে-ইউএস ওপেন ওয়েবসাইট)

Next Photo Gallery