Akshay Kumar: আমার ছেলের ক্যান্সার-যুদ্ধের সময় দেবদূত ছিলেন অক্ষয় কুমার: ইমরান হাশমি

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jan 23, 2023 | 5:33 PM

Emraan Khan: ছেলের ক্যান্সারের সময় দেবদূতের মতো তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার। সেই কথা কোনও দিনও ভুলতে পারবেন না ইমরান হাশমি।

1 / 6
২০১৪ সালে ফার্স্ট-স্টেজ ক্যান্সারে আক্রান্ত হয়েছিল বলিউড অভিনেতা ইমরান হাশমির ছোট্ট ছেলে অয়ন। পাঁচ বছর লড়াই চলেছে। ২০১৯ সালে অয়নকে ক্যান্সারমুক্ত ঘোষণা করা হয়।

২০১৪ সালে ফার্স্ট-স্টেজ ক্যান্সারে আক্রান্ত হয়েছিল বলিউড অভিনেতা ইমরান হাশমির ছোট্ট ছেলে অয়ন। পাঁচ বছর লড়াই চলেছে। ২০১৯ সালে অয়নকে ক্যান্সারমুক্ত ঘোষণা করা হয়।

2 / 6
সেই কঠিন সময় ইমরানের পাশে এসে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার। তাঁদের আসন্ন ছবি 'সেলফি'র প্রচারে এসে তেমন কথাই অক্ষয় সম্পর্কে জানিয়েছেন ইমরান।

সেই কঠিন সময় ইমরানের পাশে এসে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার। তাঁদের আসন্ন ছবি 'সেলফি'র প্রচারে এসে তেমন কথাই অক্ষয় সম্পর্কে জানিয়েছেন ইমরান।

3 / 6
পোস্টেরই স্পষ্ট, ছবিতে এক আরটিও অফিসারের চরিত্রে অভিনয় করছেন ইমরান। অক্ষয় সেখানে এক সিনেমার সুপারস্টার। 'রামসেতু'র পর এটিই অক্ষয়ের পরবর্তী রিলিজ়। মুক্তির তারিখ ২৪ ফেব্রুয়ারি।

পোস্টেরই স্পষ্ট, ছবিতে এক আরটিও অফিসারের চরিত্রে অভিনয় করছেন ইমরান। অক্ষয় সেখানে এক সিনেমার সুপারস্টার। 'রামসেতু'র পর এটিই অক্ষয়ের পরবর্তী রিলিজ়। মুক্তির তারিখ ২৪ ফেব্রুয়ারি।

4 / 6
প্রচারে এসে ইমরান বলেছেন, "আমি অক্ষয়কে অনুরাগীর মতো ফলো করেছি। আমি তাঁকে পছন্দ করি। বিগত কয়েক বছরে তাঁকে জানার সুযোগ পেয়েছি।"

প্রচারে এসে ইমরান বলেছেন, "আমি অক্ষয়কে অনুরাগীর মতো ফলো করেছি। আমি তাঁকে পছন্দ করি। বিগত কয়েক বছরে তাঁকে জানার সুযোগ পেয়েছি।"

5 / 6
বলেছেন, "আমার বাচ্চাটা যখন অসুস্থ ছিল, তিনিই আমার পাশে ছিলেন। তিনিই প্রথম আমাকে ফোন করেছিলেন। আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন শুরুর দিন থেকে। আমার পরিবারের পাশেও ছিলেন।"

বলেছেন, "আমার বাচ্চাটা যখন অসুস্থ ছিল, তিনিই আমার পাশে ছিলেন। তিনিই প্রথম আমাকে ফোন করেছিলেন। আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন শুরুর দিন থেকে। আমার পরিবারের পাশেও ছিলেন।"

6 / 6
ইমরান আরও বলেছেন, "সেই সময় আমি অক্ষয়কে সেইভাবে চিনতামও না। আসলে আমাদের জীবনে ভাল সময় অনেক মানুষ ঘিরে থাকেন। কিন্তু দেবদূতের মতো কিছু মানুষ আবির্ভূত হন খারাপ সময়ে। আমার জীবনে সেই ব্যক্তি অক্ষয়।"

ইমরান আরও বলেছেন, "সেই সময় আমি অক্ষয়কে সেইভাবে চিনতামও না। আসলে আমাদের জীবনে ভাল সময় অনেক মানুষ ঘিরে থাকেন। কিন্তু দেবদূতের মতো কিছু মানুষ আবির্ভূত হন খারাপ সময়ে। আমার জীবনে সেই ব্যক্তি অক্ষয়।"

Next Photo Gallery