ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লুকা শ'র (Luke Shaw) বান্ধবী আনুস্কা স্যান্টোস (Anouska Santos) - ইংল্যান্ডের হয়ে খেলেন লুক শ। আনুস্কার সঙ্গে সাক্ষাৎ ২০১৭ সালে এক মিউজিক ফেস্টিভ্যালে। ২০১৭ সাল থেকে একে অপরকে ডেট করছেন তাঁরা। কিন্তু অফিসিয়ালি এনগেজ বলে ঘোষণা করেননি, যদিও তাঁদের এক ছেলে রয়েছে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরের (Harry Maguire) বাগদত্তা ফ্রেন হকিন্স (Fern Hawkins) - শেফিল্ড বংশোদ্ভূত ফার্ন হকিন্সের সঙ্গে ২০১১ সাল থেকে ডেট করছেন ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি ম্যাগুয়ের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার ম্যাগুয়েরের বাগদত্তা ফ্রেন বিজ্ঞান ও ফিজিয়োথেরাপিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
চেলসির ডিফেন্ডার রিস জেমসের (Reece James) বান্ধবী মিয়া ম্যাকক্লেনাঘান (Mia McClenaghan) - ইংল্যান্ডের রিস জেমসের বান্ধবী সুন্দরী মিয়া আইন নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। মিয়া আগে মডেলিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন। ২১ বছরের জেমসকে মিয়ার সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে।
চেলসির মিডফিল্ডার ম্যাসন মাউন্টের (Mason Mount) বান্ধবী কোল উইলেন্স ওয়াটস (Chloe Wealleans-Watts) - সুন্দরী কোল উইলেন্স ওয়াটস একজন পপ তারকা। গার্ল ব্যান্ড ৩০৩ -তে তিনি গান করেন। পাশাপাশি একটি নামকরা সংস্থায় মডেলিংও করেন তিনি। চার বছর ধরে ইংল্যান্ডের তারকা ফুটবলার ম্যাসন মাউন্টের সঙ্গে ডেট করেছেন কোল উইলেন্স ওয়াটস।
ইংল্যান্ডের জাতীয় দলের তারকা ফুটবলার ক্যারান ট্রিপারের (Kieran Trippier) স্ত্রী শার্লট ট্রিপার (Charlotte Trippier) - ২০১৫ সালের ক্যারান প্রপোজ করেন শার্লটকে। এক বছর পর, ২০১৬ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের একমাত্র সন্তানের নাম জ্যাকব। সুন্দরী শার্লট ফ্যাসিনিস্তা, তাঁর ইন্সটাতে ঢুঁ মারলেই তা নজরে।
চেলসির তারকা ফুটবলার মাতেওর (Mateo) স্ত্রী ইসাবেল কোভাসিচ (Izabel Kovacic) - ক্রোয়েশিয়ার ফুটবলার মাতেও ইসাবেলের সঙ্গে ২০১৭ সালে বিয়ে করেন। জনপ্রিয় পপ তারকা শাকিরা সঙ্গে মুখের মিল রয়েছে ইজাবেলের। মাতেওর স্ত্রী ইসাবেল মডেলিংয়ের পাশাপাষি একটি ইকো-ফ্রেন্ডলি সংস্থা চালান। সেখানে বাচ্চাদের জন্য অর্গ্যানিক ও ইকো-ফ্রেন্ডলি নানা পন্য পাওয়া যায়।
ইন্টার মিলানের তারকা ফুটবলার মার্সেলোর (Marcelo) স্ত্রী সিলভিজা ব্রোজোভিচ (Silvija Brozovic) - ২০১৬ সালে সিলভিজার সঙ্গে বিয়ে করেন ক্রোয়োশিয়ার তারকা ফুটবলার মার্সেলো। তাঁদের দুই সন্তান রয়েছে। মার্সেলোকে উৎসাহ দেওয়ার জন্য প্রায়ই গ্যালারিতে দেখা যায় তাঁর স্ত্রী সিলভিজাকে।
ক্রোয়োশিয়ার জাতীয় দলের তারকা ফুটবলার ব্রুনো পেতকোভিচের (Bruno Petkovic) বান্ধবী ইভা সারিচ (Iva Saric) - সুন্দরী ইভা সারিচ একজন টেলিভিশন জার্নালিস্ট। ক্রোয়েশিয়ার জের্কো লেকোর সঙ্গে আগে ডেট করতেন ইভা। তাঁদের দুই সন্তানও রয়েছে। কিন্তু ২০১৯ সালে পেতকোভিচের এক সাক্ষাৎকার নেওয়ার পর ইভার তাঁর ভালোলাগা তৈরি হয়। জের্কোর সঙ্গে বিচ্ছেদের পর তিনি পেতকোভিচের সঙ্গেই রয়েছেন। দু'মাস আগেই ইভা ও পেতকোভিচের প্রথম সন্তানের জন্ম হয়েছে।
ক্রোয়োশিয়ার জাতীয় দলের তারকা ফুটবলার দুজে কালেটা কারের (Duje Caleta-Car) বান্ধবী আদ্রিয়ানা ডুরেভিচ (Adriana Durdevic) - ২০১৮ সাল থেকে একে অপরের সঙ্গে ডেটিং করছেন কালেটা ও আদ্রিয়ানা। আইন নিয়ে স্নাতক ডিগ্রি রয়েছে আদ্রিয়ানার। সুন্দরী আদ্রিয়ানার সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায় ক্রোয়েশিয়ার ফুটবলার কালেটাকে। ইন্সটাগ্রামে আদ্রিয়ানার ফলোয়ার কোনও সেলিব্রেটিদের থেকে কম নয়।
ক্রোয়োশিয়ার ডমিনিক লিভাকোভিচের (Dominik Livakovic) বান্ধবী হেলেনা মাতিচ (Helena Matic) - সুন্দরী হেলেনা মাতিচ একজন আইস স্কেটার। ২০১৮ সাল থেকে একে অপরের সঙ্গে ডেট করছেন হেলেনা ও লিভাকোভিচ। হেলেনা ও লিভাকোভিচকে দুবাই ও প্যারিসে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। যার ছবি হেলেনার ইন্সটা জুড়ে রয়েছে।