কথা হচ্ছে ইংল্যান্ডের মহিলা দলের দুই ক্রিকেটার ক্যাথেরিন সিবার ব্রান্ট ও ন্যাট সিবার ব্রান্টের। ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন ন্যাট সিবার ব্রান্ট। কিন্তু দল পাননি ক্যাথেরিন। (ছবি:টুইটার)
মেয়েদের প্রিমিয়র লিগে অংশ হতে না পারলেও ভারত থেকে সঙ্গীনিকে দারুণভাবে ট্রিবিউট দিলেন ন্যাট সিবার ব্রান্ট। ইংল্যান্ড দলে ২৬ নম্বর জার্সি পরেন ক্যাথেরিন। একই নম্বরের জার্সি পরে মুম্বইয়ের হয়ে খেলছেন ন্যাট সিবার।(ছবি:টুইটার)
দীর্ঘ পাঁচবছর ধরে ডেটিংয়ের পর ২০২২ সালে বিয়ে করেন ক্যাথেরিন ও ন্যাট। ২০২০ সালে বিয়ের কথা থাকলেও কোভিড প্যানডেমিকের জন্য বিয়ে পিছিয়ে যায়। (ছবি:টুইটার)
অলরাউন্ডার ন্যাট বা নাতালিয়ার পদবী সিবার। ইংল্যান্ডের বোলার ক্যাথেরিনের পদবী ব্রান্ট। বিয়ের পর একে অপরের পদবী ব্যবহার করেন সমকামী যুগলে। ন্যাট সিবার ব্রান্ট ও ক্যাথেরিন সিবার ব্রান্ট। (ছবি:টুইটার)
ক্যাথেরিন ও ন্যাট যুগল হিসেবে ২০১৭ সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতেন।(ছবি:টুইটার)
সতীর্থ থেকে কাছাকাছি এসেছিলেন অনেক আগেই। ২০১৭ সালে ইংল্যান্ড দলের বাকিদের সম্পর্কের কথা জানান ন্যাট সিবার ও ক্যাথেরিন ব্রান্ট। (ছবি:টুইটার)
দু'জনের বয়সের বেশ ফারাক রয়েছে। ক্যাথেরিনের বয়স এখন ৩৬। সিবার ২৯ বছরের। (ছবি:টুইটার)
ভবিষ্যতে সন্তান নেওয়ার পরিকল্পনাও রয়েছে যুগলের। ন্যাট সিবার খেলা চালিয়ে যাবেন। তবে ক্যাথেরিনের অবসরের পরিকল্পনা রয়েছে। খেলা ছেড়ে মন দিয়ে সংসার করতে চান তিনি। (ছবি:টুইটার)