TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Nov 23, 2022 | 4:31 PM
ইংল্যান্ডের ফুটবলার জ্যাক গ্রিলিশ এবং গোলের পরে তাঁর সেলিব্রেশন এখন সংবাদের শিরোনামে। থ্রি লায়ন্সের ডাফ ডজন গোলের দিন ৯০ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন গ্রিলিশ। উদযাপনের সময় দারুণ কায়দায় নেচে ওঠেন তিনি। পরে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন লেখেন, "এটা ফিনলের জন্য।" এক খুদে ফ্যানকে দেওয়া কথা রাখতেই তাঁর এই সেলিব্রেশন। (ছবি:টুইটার)
ওই খুদের নাম ফিনলে ফিশার। সেরিব্রাল পালসিতে আক্রান্ত ফিনলের বয়স ১১ বছর। ম্যান সিটির ডাই হার্ড ফ্যান ফিনলে গ্রিলিশকে একটি হৃদয়গ্রাহী চিঠি লেখে। গ্রিলিশের আদরের বোন সেরিব্রাল পালসিতে আক্রান্ত। এটা জেনে ফুটবলারকে চিঠি দেয় ফিনলে। সে ম্যাঞ্চেস্টার সিটির বিশেষভাবে সক্ষমদের টিমে ফুটবল খেলে। (ছবি:টুইটার)
গোলের পর বিশেষভাবে নেচে উদযাপন করে ফিনলে ফিশার। গ্রিলিশের সঙ্গে সাক্ষাতের দিন সেটা জানিয়ে এভাবে সেলিব্রেশন করার অনুরোধ রাখে সে। সমর্থকের সঙ্গে দেখা হওয়ার পর ম্যান সিটির হয়ে গোল পাননি গ্রিলিশ। একেবারে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গোলের দেখা পান। খুদে সমর্থকের কথা রাখতে ভোলেননি। (ছবি:টুইটার)
বিস্ময়ের আরও বাকি ছিল ফিনলে ও তার পরিবারের। মঙ্গলবার সময় বের করে হোটেলের রুমে বসেই ফিনলে ফিশারকে ভিডিয়ো কল করেন গ্রিলিশ। ফিনলে যে কতটা খুশি, মুখের হাসিই তার প্রমাণ। দু'জনকে আড্ডার পাশাপাশি খুনসুটিতে মেতে উঠতে দেখা গিয়েছে। (ছবি:টুইটার)
ইংল্যান্ড তারকাকে খুদে সমর্থক বলে, "তোমার গোল আমার ভালো লেগেছে।" সেটা শুনে মজা করে গ্রিলিশ বলে ওঠেন, "নাহ, আমার তো মনে হয় তোমার উদযাপন বেশি ভালো লেগেছে। তুমি তো এখন জনপ্রিয় হয়ে গিয়েছ।" (ছবি:টুইটার)