FIFA World Cup 2022: দেশের মাটিতে পা রাখল বিধ্বস্ত থ্রি-লায়ন্স

সেমিফাইনালের দোড়গোড়া থেকে এ ভাবে খালি হাতে ফিরে আসতে হবে ভাবতে পারেননি সাউথগেটরা। বার্মিংহাম এয়ারপোর্টে তাঁদের শরীরি ভাষা পরিস্কার জানান দিচ্ছিল, ভেঙে পড়েছেন তাঁরা।

| Edited By: তিথিমালা মাজী

Dec 12, 2022 | 2:38 PM

1 / 5
কোয়ার্টার ফাইনাল থেকেই ফিরতে হল তাঁদের। ফ্রান্সের কাছে পরাস্ত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় থ্রি-লায়ন্সের। কাতারকে বিদায় জানিয়ে বার্মিংহাম এয়ারপোর্টে পা রেখেছে ইংল্যান্ড টিম।  (ছবি:টুইটার)

কোয়ার্টার ফাইনাল থেকেই ফিরতে হল তাঁদের। ফ্রান্সের কাছে পরাস্ত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় থ্রি-লায়ন্সের। কাতারকে বিদায় জানিয়ে বার্মিংহাম এয়ারপোর্টে পা রেখেছে ইংল্যান্ড টিম। (ছবি:টুইটার)

2 / 5
বার্মিংহাম এয়ারপোর্ট ছাড়ার পথে গাড়ির সামনে বসে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়তে দেখা গেল ইংল্যান্ড কোচ সাউথগেটকে। (ছবি:টুইটার)

বার্মিংহাম এয়ারপোর্ট ছাড়ার পথে গাড়ির সামনে বসে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়তে দেখা গেল ইংল্যান্ড কোচ সাউথগেটকে। (ছবি:টুইটার)

3 / 5
দলের মিডফিল্ডার জুড বেলিংহাম গাড়িতে বসেই 'থাম্বস আপ' দেখালেন। তাঁর ঠোঁটের কোনায় মৃদু হাসি জানান দিচ্ছিল, এ শুধুই সৌজন্যের হাসি। (ছবি:টুইটার)

দলের মিডফিল্ডার জুড বেলিংহাম গাড়িতে বসেই 'থাম্বস আপ' দেখালেন। তাঁর ঠোঁটের কোনায় মৃদু হাসি জানান দিচ্ছিল, এ শুধুই সৌজন্যের হাসি। (ছবি:টুইটার)

4 / 5
ওয়াকার মাথা নিচু করেই গাড়িতে বসে রইলেন। মাথা তুলে কথার মতো পরিস্থিতি ছিল না তাঁর। (ছবি:টুইটার)

ওয়াকার মাথা নিচু করেই গাড়িতে বসে রইলেন। মাথা তুলে কথার মতো পরিস্থিতি ছিল না তাঁর। (ছবি:টুইটার)

5 / 5
প্রত্যাশার ঝুলি ভর্তি করে কাতারে গিয়েছিলেন। খালি হাতে ফেরার আশা করেননি সাউথগেটরা। বার্মিংহাম এয়ারপোর্টে ইংল্যান্ড দলের শরীরি ভাষা পরিষ্কার জানান দিচ্ছিল, ভেঙে পড়েছেন তাঁরা। (ছবি:টুইটার)

প্রত্যাশার ঝুলি ভর্তি করে কাতারে গিয়েছিলেন। খালি হাতে ফেরার আশা করেননি সাউথগেটরা। বার্মিংহাম এয়ারপোর্টে ইংল্যান্ড দলের শরীরি ভাষা পরিষ্কার জানান দিচ্ছিল, ভেঙে পড়েছেন তাঁরা। (ছবি:টুইটার)