TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল
Nov 10, 2022 | 6:45 AM
নতুন মিস্টার ৩৬০ ডিগ্রি। এক ক্যালেন্ডার বর্ষে ইতিমধ্যেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে হাজারের উপর রান করেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। চার নম্বরে ব্যাট করতে নেমে যা খুবই কঠিন। (ছবি : পিটিআই ফাইল)
বেশির ভাগ সময়ই তাঁকে নামতে হয় দলের বিপজ্জনক পরিস্থিতিতে। এ বারের বিশ্বকাপে (T20 World Cup 2022) সুপারস্টার সূর্যকে নিয়েই জোর আলোচনা। (ছবি : পিটিআই ফাইল)
ধারাবাহিক ভাল পারফরম্যান্স করছেন ভারতের (Team India) এই ব্যাটসম্যান। তাঁর শটের ধরণ তাক লাগানোর মতোই। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার খেলছেন। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। (ছবি : পিটিআই ফাইল)
যদিও সূর্যকুমার যাদবের মধ্যে কোনও স্নায়ুর চাপ ধরা পড়েনি। সেমিফাইনালে আজ ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড (England)। সূর্যকে নিয়ে ইংল্যান্ড শিবির যে পরিকল্পনা প্রস্তুত রাখছে, স্বীকার করে নিয়েছেন অধিনায়ক জস বাটলার। (ছবি : পিটিআই ফাইল)
সূর্যর দুর্বলতা খুঁজতে ইংল্যান্ড শিবির যেন 'স্কটল্যান্ড ইয়ার্ড'। ম্যাচেই বোঝা যাবে, আদৌ ইংল্যান্ড বোলিং লাইন আপ সূর্যর কোনও দুর্বলতা খুঁজে পেয়েছে কীনা! (ছবি : পিটিআই ফাইল)