
দীর্ঘদিনের বান্ধবী ফ্রেন হকিন্সের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেললেন হ্যারি ম্যাগুয়ের। (ছবি-ক্রিস নীল)

২০১৮ সালে এনগেজমেন্ট সেরে ফেলেন হ্যারি ও ফ্রেন। (ছবি-ফ্রেন হকিন্স ইন্সটাগ্রাম)

শেফিল্ড বংশোদ্ভূত ফ্রেন হকিন্সের সঙ্গে ২০১১ সাল থেকে ডেট করছেন ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি ম্যাগুয়ের। (ছবি-ফ্রেন হকিন্স ইন্সটাগ্রাম)

হ্যারি ও ফ্রেনের দুই কন্যসন্তান রয়েছে। তাদের নাম লিলি সেইন্ট ও পিপার রোজ। (ছবি-ফ্রেন হকিন্স ইন্সটাগ্রাম)

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার ম্যাগুয়েরের স্ত্রী ফ্রেন বিজ্ঞান ও ফিজিয়োথেরাপিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। (ছবি-ফ্রেন হকিন্স ইন্সটাগ্রাম)