Bangla NewsPhoto gallery England star Harry Maguire marries his fiancee Fern Hawkins in surprise wedding
Harry Maguire-Fern Hawkins: গোপনে বিয়ে হ্যারি ম্যাগুয়েরের, চেনেন পাত্রী ফ্রেন হকিন্সকে?
মাত্র ১৮ বছর বয়সে প্রথম দেখা হ্যারি ম্যাগুয়ের (Harry Maguire) ও ফ্রেন হকিন্সের (Fern Hawkins)। অবশেষে ছেলেবেলার বান্ধবীকে বিয়ে করলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি ম্যাগুয়ের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ক্যাপ্টেন, বৃহস্পতিবার ট্রেনিংয়ের পর ম্যারেজ অফিসে গিয়ে রেজিস্ট্রি করেছেন ফ্রেন হকিন্সের সঙ্গে। তবে পুরো প্রক্রিয়াটা গোপনই রেখেছিলেন। পরিবারের কিছু লোকজন শুধু উপস্থিত ছিলেন।