
মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) সেমিফাইনালে সুইডেনকে (Sweden) ৪-০ ব্যবধানে হারাল ইংল্যান্ড (England)। এই নিয়ে তৃতীয় বার টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

ব্রামল লেনে ম্যাচের প্রথমার্ধে ৩৪ মিনিটের মাথায় আয়োজক দেশ ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন বেথ মেড (Beth Mead)। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

সুইডিশদের বিরুদ্ধে শুরুটা নড়বড়ে করলেও বেথের গোলের পরই সিংহীদের গর্জন বেড়ে যায়। দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটের মাথায় ইংল্যান্ডের হয়ে গোল ব্যবধান বাড়ান লুসি ব্রোঞ্জ (Lucy Bronze)। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

এরপর ৬৮ মিনিটের মাথায় স্কোরলাইন ৩-০ করেন ইংল্যান্ডের অ্যালেসিয়া রুশো (Alessia Russo)। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

তবে সেখানেই থেমে যায়নি সিংহীরা। ম্যাচের ৭৬ মিনিটের মাথায় ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোল ফ্রান কিরবির (Fran Kirby)। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

ইংল্যান্ডের মেয়েদের ফাইনালে ওঠার লড়াই দেখার জন্য ইংল্যান্ডের পুরুষ দলের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের ব্রামল লেনে হাজির ছিলেন। (ছবি-ইংল্যান্ড পুরুষ ফুটবল দল টুইটার)