UEFA Women’s EURO Cup 2022: সুইডেনের বিরুদ্ধে সিংহীদের গর্জন, ফাইনালে বেথরা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jul 27, 2022 | 1:31 PM
মেয়েদের ইউরো কাপের সেমিফাইনালে সুইডেনকে ৪-০ ব্যবধানে হারাল ইংল্যান্ড। এই নিয়ে তৃতীয় বার টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। ব্রামল লেনে ম্যাচের প্রথমার্ধে আয়োজক দেশ ইংল্যান্ডের হয়ে দুটি গোল করেন বেথ মেড ও লুসি ব্রোঞ্জ। এবং দ্বিতীয়ার্ধে দুটি গোল অ্যালেসিয়া রুশো ও ফ্রান কিরবির।
1 / 6
মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) সেমিফাইনালে সুইডেনকে (Sweden) ৪-০ ব্যবধানে হারাল ইংল্যান্ড (England)। এই নিয়ে তৃতীয় বার টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)
2 / 6
ব্রামল লেনে ম্যাচের প্রথমার্ধে ৩৪ মিনিটের মাথায় আয়োজক দেশ ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন বেথ মেড (Beth Mead)। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)
3 / 6
সুইডিশদের বিরুদ্ধে শুরুটা নড়বড়ে করলেও বেথের গোলের পরই সিংহীদের গর্জন বেড়ে যায়। দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটের মাথায় ইংল্যান্ডের হয়ে গোল ব্যবধান বাড়ান লুসি ব্রোঞ্জ (Lucy Bronze)। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)
4 / 6
এরপর ৬৮ মিনিটের মাথায় স্কোরলাইন ৩-০ করেন ইংল্যান্ডের অ্যালেসিয়া রুশো (Alessia Russo)। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)
5 / 6
তবে সেখানেই থেমে যায়নি সিংহীরা। ম্যাচের ৭৬ মিনিটের মাথায় ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোল ফ্রান কিরবির (Fran Kirby)। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)
6 / 6
ইংল্যান্ডের মেয়েদের ফাইনালে ওঠার লড়াই দেখার জন্য ইংল্যান্ডের পুরুষ দলের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের ব্রামল লেনে হাজির ছিলেন। (ছবি-ইংল্যান্ড পুরুষ ফুটবল দল টুইটার)