Bangla NewsPhoto gallery England's ex captain Joe Root was presented with a silver bat to commemorate his 10,000 runs in the longest format
Joe Root: রুপোর ব্যাট পেলেন রুট
India vs England: এজবাস্টন টেস্টে নামার আগে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট (Joe Root) পেলেন রুপোর ব্যাট। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ১০ হাজার রান পূর্ণ করার ফলে আইসিসির (ICC) পক্ষ থেকে রুটকে সম্মান জানানো হল। এই মুহূর্তে আইসিসির টেস্ট ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন রুট।