TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Nov 21, 2022 | 8:41 AM
ম্যাঞ্চেস্টার সিটির ২৬ বছরের তারকা ফুটবলার কেলভিন ফিলিপস। ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা কিছুদিন আগেই কাঁধের চোট থেকে সেরে উঠেছেন। তাঁকে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করেন কোচ গ্যারেথ সাউথগেট।(ছবি:ইনস্টাগ্রাম)
কাতারে আসার আগে কেলভিন শুনিয়েছেন তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ৫ কেজি ওজনের জন্য বিশ্বকাপ স্বপ্নটাই ভেস্তে যেতে বসেছিল তাঁর। ঘটনাটি কী?(ছবি:ইনস্টাগ্রাম)
গত সপ্তাহে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল সিটির। ম্যাচের আগে পেশাদার ফুটবলাররা যা করেন কেলভিনও তাই করেছিলেন। জিমে গিয়ে গা ঘামান। (ছবি:ইনস্টাগ্রাম)
জিমের সময় ব়্যাক থেকে ৫ কেজি ওজনের প্লেট টেনে নামানোর চেষ্টা করছিলেন। সেটি পিছন দিকে কোথাও একটা আটকে ছিল। গায়ের জোরে টানতে গিয়ে ওজনটি কেলভিনের পায়ের পাতার উপর পড়ে যায়। ভারী ওজন পড়ায় কেটে গিয়েছিল পা।(ছবি:ইনস্টাগ্রাম)
কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিলেন কেলভিন ফিলিপস। ভেবেছিলেন, বিশ্বকাপটাই হয়তো আর খেলা হবে না। তবে ভাগ্যক্রমে চোট গুরুতর ছিল না। ইংল্যান্ড দলের সঙ্গে সুস্থ সবল কেলভিন কাতারে পৌঁছেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)