Aishwarya Rai Bachchan Trolled: মুখের এ কী অবস্থা, ব়্যাপ থেকে বেরিয়ে পোজ় দিতেই কটাক্ষের মুখে ঐশ্বর্য

Aishwarya Rai Bachchan: পাল্লা দিয়ে কাজ করে চলেছেন অভিষেক বচ্চন। যাঁকে নিয়ে বেশ চর্চা শুরু বিনোদন জগতে। আবারও যেন ঘুরে দাঁড়ানোর পালা। তবে কবে ফিরবেন ঐশ্বর্য, সেই প্রশ্ন বর্তমান। যদিও সম্প্রতি তাঁর প্যারিস ফ্যাশন উইকে উপস্থিতি নিয়ে শোরগোল নেটপাড়ায়।

Aishwarya Rai Bachchan Trolled: মুখের এ কী অবস্থা, ব়্যাপ থেকে বেরিয়ে পোজ় দিতেই কটাক্ষের মুখে ঐশ্বর্য
গিয়েছিলেন অমিতাভ বচ্চনের নাতি অগস্থ্য নন্দাকে শুভেচ্ছা জানাতে। মুক্তি পাচ্ছে দ্য আর্চিজ। সেখানেই রয়েছেন তিনি। ফলে মামি ঐশ্বর্য যাবেন না তা কি হয়?

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 05, 2023 | 10:16 AM