
আলিয়া ভাট, বলিউডের এখন তিনি ক্রাশ। টানা ১০ বছরের কেরিয়ারে প্রথম থেকেই দর্শকদের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন তিনি।

প্রথম থেকেই তাঁর স্টাইল, তাঁর হট লুকের প্রশংসা করে থাকেন ভক্তরা। এবারও তার ব্যতিক্রম হল না। আলিয়াকে দেখে সকলের চক্ষু চড়কগাছ।

এই প্রথম হট অবতারে ধরা দিয়েছিলেন তিনি। GQ Men of the year-এর রেড কার্পেটে দেখা গেল তাঁকে। সেখানে দেখা মাত্রই সকলে একবাক্যে তাঁর ছবি তুলতে ব্যস্ত।

ডাকতে শুরু করলেন আলিয়াকে নিজের ক্যামেরার সামনে। সকলেই এসে একটা পোজ়ের জন্য মরিয়া। আলিয়াও রাখছিলেন আবদার।

এমন সময় হঠাৎ তাঁকে আলু জি বলে ডাকতে শুরু করেন পাপারাৎজিরা। যা শুনে অবাক হয়ে যান আলিয়া ভাট।

বিরক্তির সুরে জানতে চাইলেন আলুজি আবার কী! তাঁর যে এই নাম মোটেও পছন্দ হয়নি তা একপ্রকার স্পষ্ট হয়ে যায়।

যদিও পোজ়ও দিলেন, ছবিও তুললেন রাখলেন সকলের আবদার। তারপর তিনি রেডকার্পেট থেকে সরে গেলেন।

এদিন তাঁকে করণ জোহরের সঙ্গে উপস্থিত হতে দেখা যায় এই বিশেষ অনুষ্ঠানে। আলিয়া ভাট এখন ব্যস্ত তাঁর আগামী বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে।