Alia Bhatt: আলিয়াকে দেওয়া হল নতুন নাম, শুনে অস্বস্তিতে অভিনেত্রী
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 23, 2023 | 12:24 PM
Bollywood Gossip: GQ Men of the year-এর রেড কার্পেটে দেখা গেল তাঁকে। সেখানে দেখা মাত্রই সকলে একবাক্যে তাঁর ছবি তুলতে ব্যস্ত।
ডাকতে শুরু করলেন আলিয়াকে নিজের ক্যামেরার সামনে। সকলেই এসে একটা পোজ়ের জন্য মরিয়া। আলিয়াও রাখছিলেন আবদার।
1 / 8
আলিয়া ভাট, বলিউডের এখন তিনি ক্রাশ। টানা ১০ বছরের কেরিয়ারে প্রথম থেকেই দর্শকদের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন তিনি।
2 / 8
প্রথম থেকেই তাঁর স্টাইল, তাঁর হট লুকের প্রশংসা করে থাকেন ভক্তরা। এবারও তার ব্যতিক্রম হল না। আলিয়াকে দেখে সকলের চক্ষু চড়কগাছ।
3 / 8
এই প্রথম হট অবতারে ধরা দিয়েছিলেন তিনি। GQ Men of the year-এর রেড কার্পেটে দেখা গেল তাঁকে। সেখানে দেখা মাত্রই সকলে একবাক্যে তাঁর ছবি তুলতে ব্যস্ত।
4 / 8
ডাকতে শুরু করলেন আলিয়াকে নিজের ক্যামেরার সামনে। সকলেই এসে একটা পোজ়ের জন্য মরিয়া। আলিয়াও রাখছিলেন আবদার।
5 / 8
এমন সময় হঠাৎ তাঁকে আলু জি বলে ডাকতে শুরু করেন পাপারাৎজিরা। যা শুনে অবাক হয়ে যান আলিয়া ভাট।
6 / 8
বিরক্তির সুরে জানতে চাইলেন আলুজি আবার কী! তাঁর যে এই নাম মোটেও পছন্দ হয়নি তা একপ্রকার স্পষ্ট হয়ে যায়।
7 / 8
যদিও পোজ়ও দিলেন, ছবিও তুললেন রাখলেন সকলের আবদার। তারপর তিনি রেডকার্পেট থেকে সরে গেলেন।
8 / 8
এদিন তাঁকে করণ জোহরের সঙ্গে উপস্থিত হতে দেখা যায় এই বিশেষ অনুষ্ঠানে। আলিয়া ভাট এখন ব্যস্ত তাঁর আগামী বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে।