
বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন পার্টি গুলির মধ্যে একটি হল 'মেট গালা।' বিশ্বের তাবড় তাবড় তারকারা অংশ নেন এই পার্টিতে। তাঁরা পার্টিতে কী পোশাকে এলেন সেটা দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। এই বছর ভারত থেকে 'মেট গালা'য় আমন্ত্রণ পেয়েছিলেন শাহরুখ খান থেকে দিলজিত দোসাঞ্জরা। উপস্থিত ছিলেন মণীশ মলহোত্রা, সব্যসাচী মুখোপাধ্যায়ের মতো ফ্যাশন ডিজাইনাররাও। ছিলেন কিয়ারা আদবাণী, প্রিয়ঙ্কা চোপড়া, নিক জোনাসও। পপ গায়িকা শাকিরার সঙ্গে দেখাও যায় তাঁদের। তবে মেট গালা কিন্তু রয়েছে নানা নিয়ম কানুন। আমন্ত্রণ পত্র ছাড়া এখানে প্রবেশ করতে পারেন না কোনও তারকাও। রয়েছে আরও কড়া সব নিয়ম। জানেন সেগুলি কী কী?

মেট গালায় যাওয়ার প্রথম ও একমাত্র শর্ত আমন্ত্রণ। মেট গালার চেয়ারপারসন এবং ভোগ ম্যাগাজিনের এডিটর অ্যানা উইনটোর নিজ হাতে আমন্ত্রণপত্র তৈরি করেন। সেই আমন্ত্রণপত্র আমন্ত্রিত অতিথিদের বাড়িতে পৌছে যায়। যত বড় তারকাই হন না কেন, আমন্ত্রণপত্র ছাড়া মেট গালায় প্রবেশ নিষেধ। অবশ্য মেট গালায় আসন কেনাও যায়। এই বছর ১০ জনের টেবিল বিক্রি হয়েছে সাড়ে ৩ লাখ ডলারে! বেশির ভাগ তারকাই ফ্যাশন ব্র্যান্ডের আমন্ত্রণে যান এই পার্টিতে।

মেট গালার ভেতরে ঠিক কী হয়, এত বছর পর এসেও তা সবার অজানা। কারণ, সবটাই থাকে লোকচক্ষুর আড়ালে। গালায় আমন্ত্রিত সব তারকার জন্য থাকে নির্দিষ্ট চেয়ার। অ্যানা উইনটোরই নাকি ঠিক করেন কোন তারকা কোথায়, কার সঙ্গে বসবেন। চাইলেও অন্য কোথাও বসার নিয়ম নেই।

মেট গালার আরেকটি অদ্ভুত নিয়ম হল স্বামী-স্ত্রীকে একসঙ্গে বসতে দেওয়া হয় না। উলটে দুজনের জন্য চেয়ারের ব্যবস্থা থাকে আলাদা প্রান্তে। সেভাবেই করা হয় আসনবিন্যাস। এই সবই হয় উইনটোর ইচ্ছাতেই।

মেট গালায় প্রতিবার নির্দিষ্ট থিম থাকে। সেই থিম অনুযায়ী পোশাক নির্বাচন করতে হয় তারকাদের। এ বছরের থিম 'সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল'। মূলত দাসপ্রথা নিষিদ্ধের পর কীভাবে আটলান্টিকপ্রবাসী কৃষ্ণাঙ্গরা নিজেদের পরিচয় বিশ্বের সামনে তুলে ধরেছেন, সেটাই থিম। তারকাদের পোশাকেও তাই কৃষ্ণাঙ্গদের ইতিহাস, স্টাইল ও পরিচয় উঠে এসেছে। শোনা যায়, যে ডিজাইনারের পোশাকই বানানো হোক না কেন, অ্যানা উইনটোরের অনুমতি ছাড়া নাকি তা পরাও নিষিদ্ধ।

স্মার্টফোন ছাড়া আমরা থাকতে পারি না। কিন্তু মেট গালায় ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কোনও ভাবেই যাতে মেট গালার ভেতরের কী হচ্ছে তা বাইরে না যায়, তাই এত কড়াকড়ি। মঞ্চে ক্যামেরা বা মোবাইল কোনওটাই অ্যালাও নয়। অবশ্য শেষ কয়েক বছরে সেই নিয়ম শিথিল হয়েছে। অনেক তারকাকে বাথরুমে গিয়ে সেলফি তুলতে দেখা গিয়েছে। তবে মূল মঞ্চে ফোন ব্যবহার নিষিদ্ধ। যদিও সেই নিয়ম ভেঙে এইবারে খাওয়ার সময় ভিডিয়ো করেছেন মেগান থি স্ট্যালিয়ন।

মেট গালাকে মনে করা হয় আভিজাত্য এবং ঐতিহ্যের আসর। ফ্যাশনই এই অনুষ্ঠানের মূল। এমন কোনও খাবার থাকে না যা দাঁতে আটকে যেতে পারে। ফলে অতিথিদের সমস্যায় পড়তে হয়। দুর্গন্ধ এড়ানোর জন্য রান্নায় পেঁয়াজ-রসুন দেওয়া হয় না। নিষিদ্ধ চিভস দেওয়াও। এই সবই হয় সর্বময় উইনটোর কথায়।

মেট গালায় মদ্যপান করা গেলেও নিষিদ্ধ ধূমপান। গন্ধের জন্য এখানে ধূমপান একেবারে নিষিদ্ধ। তারকারা দামি পোশাক পরে আসেন। অনেকের পোশাক সহজে আগুন ধরে যেতে পারে এমন পদার্থ থাকে। তাই সেই কারণেও ধূমপান বন্ধ। এ ছাড়া মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে থাকা জিনিসপত্রের যেন ক্ষতি না হয়, সে জন্যও ধূম্পান নিষিদ্ধ। ছবি - PTI and Instagram