TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Sep 03, 2023 | 8:30 PM
'কুশি' ছবির পোস্টার বিতর্ক। ঠিক কী ঘটেছিল? 'কুশি' ছবি মুক্তির আগে থেকেই তা নিয়ে চর্চা ছিল তুঙ্গে। তবে ছবির পোস্টার বিতর্কের কেন্দ্রে জায়গা করে নেয় যখন তেলুগু টিভি সঞ্চালক তথা অভিনেতা অনুসূয়া ভরদ্বাজ মাঠে নামেন।
ছবির পোস্টারে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার নামের আগে 'দ্য' শব্দটি ব্যবহার করাতেই ব্যঙ্গ করেন অনুসূয়া। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন তিনি। যেখানে স্পষ্ট লিখেলিনে, একটা বিষয় চোখে পড়ল। দ্য, হে ভগবান! আমরা কী করব?
সোশ্যাল মিডিয়ায় এই ট্রোলের পরই বিজয় দেবেরাকোন্ডার ভক্তদের রোষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। সকলেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করে বসেন। আর তা দেখেও মুখে কুলুপ আঁটতে নারাজ অনুসূয়া।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ''আপনারা খুব ভাল প্রতিক্রিয়া দিয়েছেন। আপনারা প্রমাণ করলেন, আমি সঠিক ছিলাম। ধন্যবাদ''। এখানেই শেষ নয়, তিনি আরও বলেছিলেন।
অনুসূয়ার কথায়, আমি বুঝতে পারি না, যে এই স্টারদের কোথায় সমস্যা হয় যে তাঁরা ভক্তদের ভুল কাজের বিরুদ্ধে তাঁরা দাঁড়াতে পারেন না। ''বড় ক্ষমতা মানেই বড় দায়িত্ব।''
তিনি আরও বলেন, ''আমার ক্ষমতা আমার দায়, কীসের ভয়? ভক্ত হারানোর? মনে হয়, এর থেকে অনেক ভাল অএই ধরনের ভক্ত না থাকা।''
অনুসূয়ার কথায়, ''আপনারা আমায় ট্রোল করে ভুল। আমি ভুল নই। আমি আবার বেড়ে ওঠা, আমার শিক্ষার ওপর গর্বিত। আমি আপনাদের বেড়ে ওঠা জানি না। তাই আপনাদের সিদ্ধান্তটা আপনাদেরই গ্রহণ করতে হবে।''
শেষে ট্রোলারদের উদ্দেশে অনুসূয়া লেখেন, 'ট্রোলারদের লজ্জা'। যদিও সে পর্ব এখন ইতি। ছবি ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে ও বিজয় দেবেরাকোন্ডা আবারও দর্শক মহলে ঝড় তুলেছেন।