Virat-Anushka Fun Moment: ‘দয়া করে টিকিট চাইবেন না’, বিশ্বকাপ মুরশুমে বিরাটের অনুরোধ, কী বললেন অনুষ্কা
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Oct 04, 2023 | 6:45 PM
Fun Moment: ৫ অক্টোবর শুরু হতে চলেছে বিশ্বকাপ ২০২৩। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ম্যাচটি হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। জুটির এই মজার পোস্ট দেখা মাত্রই তা সকলের নজর কাড়ে। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁদের এই মন্তব্য। যা নিয়ে রীতিমত হাসির রোল নেটপাড়ায়।
1 / 8
ভারতের প্রাক্তন ক্রিকেটার বিরাট কোহলির লক্ষ্যে এবার বিশ্বকাপ ২০২৩। ভারতের বুকে ৫ অক্টোবর শুরু হচ্ছে এই মহাযুদ্ধ। ক্রিকেটময়দানের সেই লড়াইয়ের সাক্ষী থাকতে কে-ই বা না চান। আর এতেই বিপত্তি।
2 / 8
সকলেই নিজ নিজ পরিচিতদের থেকে টিকিট জোগার করার চেষ্টা করছেন। তালিকা থেকে বাদ পড়ছেন না বিরাট-অনুষ্কার ঘনিষ্ঠমহলও। তবে এই পরিস্থিতিতে কী বক্তব্য বিরাটের?
3 / 8
সোশ্যাল মিডিয়ায় এক মজার স্টোরি শেয়ার করতে দেখা গেল ক্রিকেটারকে। তিনি লিখলেন, 'যেহেতু আমরা শুরু করতে চলেছে বিশ্বকা সফর, আমি বিনিত অনুরোধ করছি আমার বন্ধুদের, ম্যাচ চলাকালিন আমার কাছে কোনও টিকিটের অনুরোধ করবেন না'।
4 / 8
এখানেই শেষ নয় তিনি দিয়েদেন এক উপদেশও। 'সকলেই যেন বাড়িতে বসে ম্যাচ উপভোগ করেন'। বিরাটের এই পোস্ট দেখা মাত্রই হাজির হলেন অনুষ্কা শর্মা।
5 / 8
তিনি তাঁর স্বামীর পোস্টের সূত্র ধরে লিখলেন, আমি আর একটা বিষয় যোগ করব, 'দয়া করে আমায় কেউ সাহায্যের অনুরোধ করবেন না, যদি বিরাট আপনার ম্যাসেজের উত্তর না দেন। আমার দের বোঝার জব্য ধন্যবাদ'।
6 / 8
প্রসঙ্গত ৫ অক্টোবর শুরু হতে চলেছে বিশ্বকাপ ২০২৩। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ম্যাচটি হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
7 / 8
জুটির এই মজার পোস্ট দেখা মাত্রই তা সকলের নজর কাড়ে। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁদের এই মন্তব্য। যা নিয়ে রীতিমত হাসির রোল নেটপাড়ায়।
8 / 8
আবার অন্য দিকে এই পরিবার নিয়ে চর্চা। অনুষ্কা নাকি মা হতে চলেছেন আবার। তেমনটাই শোনা যাচ্ছে বলি অন্দরে কান পাতলে। কিছুদিন থেকেই জল্পনা ছিল, ফের নাকি সন্তানের জন্ম দিতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী তথা প্রযোজক অনুষ্কা শর্মা।