Arijit Singh Assets: ভারতের সবচেয়ে ধনী গায়ক অরিজিৎ? কত কোটির মালিক তিনি…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 14, 2023 | 5:03 PM

Arijit Singh: শোনা যায় এক একটি কনসার্ট পিছু তিনি মোটা টাকা নিয়ে থাকেন। যদিও জীবন যাপন তাঁর বড়ই সাদামাটা। বিলাসিতা তাঁকে স্পর্শ করতে পারেনি। ২০২৩ সালে বলি মুভি রিভিউ-র প্রতিবেদন অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ...

1 / 8
অরিজিৎ সিং, বরাবরই তিনি শ্রোতাদের মনে পাকাপাকি জায়গা করে এসেছেন। যবে থেকে তাঁর গানের দুনিয়ায় সফর শুরু, তবে থেকেই তিনি সুপারহিট।

অরিজিৎ সিং, বরাবরই তিনি শ্রোতাদের মনে পাকাপাকি জায়গা করে এসেছেন। যবে থেকে তাঁর গানের দুনিয়ায় সফর শুরু, তবে থেকেই তিনি সুপারহিট।

2 / 8
বর্তমানে তাঁর একটি গান ছবিতে থাকা মানেই তা হিট। দর্শকদের মুখে মুখে ফেরে সেই গান। সলমন খানের সঙ্গেও মিটে গিয়েছে তাঁর দূরত্ব।

বর্তমানে তাঁর একটি গান ছবিতে থাকা মানেই তা হিট। দর্শকদের মুখে মুখে ফেরে সেই গান। সলমন খানের সঙ্গেও মিটে গিয়েছে তাঁর দূরত্ব।

3 / 8
টাইগার থ্রি ছবিতে গান গাইতে শোনা গিয়েছে গায়ক অরিজিৎ সিংকে। রয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া ছবি অ্যানিম্যাল-এও তাঁর গান। অরিজিৎ মানেই এখন ভক্ত মনে উত্তেজনা।

টাইগার থ্রি ছবিতে গান গাইতে শোনা গিয়েছে গায়ক অরিজিৎ সিংকে। রয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া ছবি অ্যানিম্যাল-এও তাঁর গান। অরিজিৎ মানেই এখন ভক্ত মনে উত্তেজনা।

4 / 8
তাঁকে ছাড়া সিনে পাড়ার গানের জগত যেন অচল একপ্রকার। অধিকাংশ হিট গানই এখন তাঁর ঝুলিতে। এক একটি কনসার্টে মোটা টাকা দিয়ে দর্শকেরা এসে থাকেন।

তাঁকে ছাড়া সিনে পাড়ার গানের জগত যেন অচল একপ্রকার। অধিকাংশ হিট গানই এখন তাঁর ঝুলিতে। এক একটি কনসার্টে মোটা টাকা দিয়ে দর্শকেরা এসে থাকেন।

5 / 8
শোনা যায় এক একটি কনসার্ট পিছু তিনি মোটা টাকা নিয়ে থাকেন। যদিও জীবন যাপন তাঁর বড়ই সাদামাটা। বিলাসিতা তাঁকে স্পর্শ করতে পারেনি।

শোনা যায় এক একটি কনসার্ট পিছু তিনি মোটা টাকা নিয়ে থাকেন। যদিও জীবন যাপন তাঁর বড়ই সাদামাটা। বিলাসিতা তাঁকে স্পর্শ করতে পারেনি।

6 / 8
২০২৩ সালে বলি মুভি রিভিউ-র প্রতিবেদন অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ১৪৯ কোটি টাকা। বছরে তিনি গড়ে আয় করে থাকেন ৭২ কোটি টাকা।

২০২৩ সালে বলি মুভি রিভিউ-র প্রতিবেদন অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ১৪৯ কোটি টাকা। বছরে তিনি গড়ে আয় করে থাকেন ৭২ কোটি টাকা।

7 / 8
এখানেই শেষ নয়, অরিজিৎ সিং মাসে আয় করে থাকেন ৬ কোটি টাকা। তবে সবথেকে ধনী হলেন শ্রেয়া ঘোষাল। অরিজিৎ সিং প্রথম তিনে থাকা ধনী গায়ক।

এখানেই শেষ নয়, অরিজিৎ সিং মাসে আয় করে থাকেন ৬ কোটি টাকা। তবে সবথেকে ধনী হলেন শ্রেয়া ঘোষাল। অরিজিৎ সিং প্রথম তিনে থাকা ধনী গায়ক।

8 / 8
Arijit Singh Assets: ভারতের সবচেয়ে ধনী গায়ক অরিজিৎ? কত কোটির মালিক তিনি…

Next Photo Gallery