
ঘন সবুজ জঙ্গল। এরই মধ্যে দু'জনে বুঁদ দু'জনায়। অল্প কয়েকদিনের ছুটি মিলেছে তাঁর। এ সুযোগ কি হাতছাড়া করা যায়? তাই ছোট পর্দার 'মিশকা' বেরিয়ে পড়েছেন প্রিয় মানুষটির সঙ্গে...

কোথায় গেছেন তাঁরা? টিভিনাইন বাংলাকে জানিয়েছেন, এই মুহূর্তে রয়েছেন ওড়িষার দারিংবাড়িতে।

সেখানে অফ সিজন, হচ্ছে বৃষ্টি, আর তাতেই যেন প্রেম জমছে আরও। উচ্ছ্বসিত শোনাচ্ছিল নায়িকার গলা। বললেন, "জায়গাটা ফাঁকাই রয়েছে। কী যে ভাল লাগছে।"

এরই মধ্যে রয়েছে এক বাড়তি সংযোজন। প্রেমিক অর্থাৎ রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের জন্মদিন আজ অর্থাৎ ১৫ অগস্ট। সেই কারণেই মূলত ঘুরতে আসা তাঁদের।

জঙ্গলে ঘেরা হোটেলের মাঝেই মধ্যরাতে কেক কেটেছেন দু'জনে। এ আয়োজন করেছে অহনা নিজেই।

কখনও জলপ্রপাতের সামনে। আবার কখনও বা জঙ্গলের মাঝে-- একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন দু'জনে।

আজ অর্থাৎ মঙ্গলবার স্বাধীনতা দিবস। তাই নিজেদের মতো করে পালন করেছেন তাঁরা।

সব মিলিয়ে জমে উঠেছে তাঁদের এই 'মিনি হলিডে'। ফিরে এসেই আবার সেই রোজকারের রুটিন, সেই একই কাজ। একই ব্যস্ততা।