Bipasha Basu Gossip: শিশুশ্রম! দুই শিশু বিপাশাকে পরিয়ে দিচ্ছে জুতো, রোষের মুখে বংডিভা

Bollywood Gossip: তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হোক, আইনি ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তা খুব একটা বড় আকার নেয়নি। কারণ একটাই। এই বিষয় সরব হতে দেখা যায় অভিনেত্রী বিপাশা বসুকে। তিনি বলেছিলেন ছবিতে থাকা দুই শিশু হলেন তাঁর দুই বোন।

| Edited By: জয়িতা চন্দ্র

Dec 14, 2023 | 12:47 PM

1 / 8
সাল ২০১৩, ঠিক ১০ বছর আগে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী বিপাশা বসু। কারণ ছিল একটি ছোট্ট ছবি।

সাল ২০১৩, ঠিক ১০ বছর আগে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী বিপাশা বসু। কারণ ছিল একটি ছোট্ট ছবি।

2 / 8
কী ছিল সেই ছবিতে-- সেখানে দেখা যায় দুটো পা এগিয়ে রাখা। যেখানে জুতোর লেস বাঁধছে দুই শিশু। ছবিতে বিস্তারিত কিছু বলা ছিল না।

কী ছিল সেই ছবিতে-- সেখানে দেখা যায় দুটো পা এগিয়ে রাখা। যেখানে জুতোর লেস বাঁধছে দুই শিশু। ছবিতে বিস্তারিত কিছু বলা ছিল না।

3 / 8
ফলে অনেকেই মুহূর্তে অনুমান করে নিয়েছিলেন যে এই ছবিতে থাকা পা দুটো বিপাশা বসুর। এবং বাচ্চা দুটিকে দিয়ে তিনি তাঁর জুতোর লেস বাঁধাচ্ছেন।

ফলে অনেকেই মুহূর্তে অনুমান করে নিয়েছিলেন যে এই ছবিতে থাকা পা দুটো বিপাশা বসুর। এবং বাচ্চা দুটিকে দিয়ে তিনি তাঁর জুতোর লেস বাঁধাচ্ছেন।

4 / 8
এতেই বিতর্কের ঝড় ওঠে, অনেকেই অভিনেত্রীর বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। সকলেই দাবি করেন তিনি শিশুশ্রমকে প্রোমোট করছেন বা প্রচার করছেন।

এতেই বিতর্কের ঝড় ওঠে, অনেকেই অভিনেত্রীর বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। সকলেই দাবি করেন তিনি শিশুশ্রমকে প্রোমোট করছেন বা প্রচার করছেন।

5 / 8
তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হোক, আইনি ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তা খুব একটা বড় আকার নেয়নি। কারণ একটাই।

তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হোক, আইনি ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তা খুব একটা বড় আকার নেয়নি। কারণ একটাই।

6 / 8
এই বিষয় সরব হতে দেখা যায় অভিনেত্রী বিপাশা বসুকে। তিনি বলেছিলেন ছবিতে থাকা দুই শিশু হলেন তাঁর দুই বোন। তিনি কোনও শিশু শ্রমকে প্রমোট করছেন না। এটা শৈশবের ছবি।

এই বিষয় সরব হতে দেখা যায় অভিনেত্রী বিপাশা বসুকে। তিনি বলেছিলেন ছবিতে থাকা দুই শিশু হলেন তাঁর দুই বোন। তিনি কোনও শিশু শ্রমকে প্রমোট করছেন না। এটা শৈশবের ছবি।

7 / 8
যদিও একশ্রেণি তা বিশ্বাস করতে রাজি ছিলেন না। প্রত্যেকেই একবাক্যে বলে বসেছিলেন যে এটা বিপাশা বসুর অযুহাত। তবে কিছুদিনের মধ্যেই এই বিতর্ক থিতিয়ে গিয়েছিল।

যদিও একশ্রেণি তা বিশ্বাস করতে রাজি ছিলেন না। প্রত্যেকেই একবাক্যে বলে বসেছিলেন যে এটা বিপাশা বসুর অযুহাত। তবে কিছুদিনের মধ্যেই এই বিতর্ক থিতিয়ে গিয়েছিল।

8 / 8
এখন তা অতীত, বিপাশা বসুর জীবনে এমন বহু বিতর্কই রয়েছে যা সময়ের সঙ্গে সঙ্গে অভিনেত্রীর জীবনে ঝড় তুলে দিয়েছিল, যার মধ্যে এটি অন্যতম।

এখন তা অতীত, বিপাশা বসুর জীবনে এমন বহু বিতর্কই রয়েছে যা সময়ের সঙ্গে সঙ্গে অভিনেত্রীর জীবনে ঝড় তুলে দিয়েছিল, যার মধ্যে এটি অন্যতম।