Ranbir-Alia’s Wedding Anniversary: একসঙ্গে পথ চলার এক বছর পার রণবীর-আলিয়ার, প্রথম বিবাহ বার্ষিকীর সেলিব্রেশন কোথায়?
Ranbir-Alia: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা!ইন্ডাস্ট্রি থেকে সোশ্যাল মিডিয়া গুঞ্জণ ছিল সর্বত্রই।

- ঠিক আজকের দিনেই ঠোঁটে ঠোঁট রেখে জীবনের নতুন ইনিংস শুরু করেছিলেন বলিউডের পাওয়ার কাপল রণবীর(Ranbir Kapoor) ও আলিয়া (Alia Bhat)। কাছের লোকজনদের উপস্থিতিতে এক হয়েছিল চার হাত।
- বিয়ের আগেই অন্তঃসত্ত্বা!ইন্ডাস্ট্রি থেকে সোশ্যাল মিডিয়া গুঞ্জণ ছিল সর্বত্রই। তবে সব নেগেটিভিটিকে তুড়ি মেরে উড়িয়ে দিব্যি চুটিয়ে সংসার করছেন তাঁরা।
- বিয়ের কিছু মাসের মধ্যেই রণবীর, আলিয়ার কোল আলো করে এসেছে ছোট্ট রাহা। তাকে নিয়েই এখন দিন কাটছে বাবা-মায়ের।
- জনপ্রিয় এই টকশো সঞ্চালনা করেন করণ জোহার। যেখান থেকে নিত্যনতুন গসিপ সিনে পাড়ায় উঠে আসতে দেখা যায়। কখনও সম্পর্ক কখনও আবার নেপোটিজ়ম স্বজন পোষণ নিয়ে একাধিকবার হতে দেখা যায় কারন জোহারকে।
- যে করণের বিগ বাজেট ছবিতে ধারাবাহিকভাবে কাজ করছেন রণবীর, সেই কারণকে নিয়েই কটাক্ষ করতেও পিছুপা হননি কাপুর-সন। কফি উইথ করণ শোয়ের বিরুদ্ধে মুখ খুলে ভাইরাল হয়েছিলেন রণবীর কাপুর।
- আলিয়া ভাট হোক কিংবা রণবীর কাপুর, করণের সঙ্গে গলায় গলায় ভাব দুজনেরই। একসঙ্গে ছবি করা থেকে শুরু করে পার্টি, সবই চলে এই স্টার জুটির মধ্যে।
- বিবাহবার্ষিকী সেলিব্রেশন ঠিক কেমন হবে তা দেখার জন্য় মুখিয়ে রয়েছেন ফ্য়ানেরা। ওয়েডিং অ্য়ানিভার্সির জন্য় মুম্বই উড়ে এসেছেন রণবীর।
- জমজমাটি সেলিব্রেশন হবে তা আঁচ করাই যাচ্ছে। তবে এই ব্যাপারে এখনই কিছু খোলসা করে বলেননি তারকা জুটি।

IPL-এর 'নবগ্রহ', জন্মলগ্ন থেকে ছাড়েননি যাঁরা সঙ্গ

চলছে চৈত্র সেল, জেনে নিন কলকাতায় সস্তায় শপিংয়ের ৫ ঠিকানা

Free-তে দেখতে পারবেন IPL-এর সব ম্যাচ, কী ভাবে জানেন?

শীর্ষে ঋষভ, শেষে রাহানে, রইল IPL এর ১০ ক্যাপ্টেনের বেতনের তালিকা

কলকাতায় ১০০ টাকায় চশমা-সানগ্লাসের মার্কেটটা জেনে রাখুন

হিন্দুদের মৃত্যুর পর পিণ্ডদান না হলে ফল মারাত্মক, কী বলছে গরুড় পুরাণ?