Richa Chadah: নতুন ঠিকানা খুঁজছেন রিচা, চোখ ধাঁধানো বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী, রইল তার ঝলক

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

May 06, 2023 | 6:23 PM

Richa Chadhah House: রিচাকে শেষবার দেখা গিয়েছিল ২০২১-এর ওয়েব সিরিজ় 'লাহোর কনফিডেন্সিয়াল'-এ। এবার খুব শীঘ্রই তাঁকে 'ফুকরে থ্রি'-তে দেখা যাবে। এছাড়াও চলতি বছরে রিচার আরও একটি রিলিজ ‘আভি তো পার্টি শুরু হুই হ্যায়।’

1 / 8
নতুন ঠিকানার খোঁজে বলিউডের অভিনেত্রী রিচা চাড্ডা। আলি ফজলের সঙ্গে ঘর বাঁধার স্বপ্নকে বাস্তব রূপ দিতেই জোরকদমে কাজে লেগে পড়ছেন রিচা।

নতুন ঠিকানার খোঁজে বলিউডের অভিনেত্রী রিচা চাড্ডা। আলি ফজলের সঙ্গে ঘর বাঁধার স্বপ্নকে বাস্তব রূপ দিতেই জোরকদমে কাজে লেগে পড়ছেন রিচা।

2 / 8
 শনিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বাড়ির ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী। ছবির নীচে লেখেন, "‘এই বাড়িটিই কিনতে চলেছি।" বাড়িটর ভিডিয়োটি দেখলে মুদ্ধ হবেন আপনিও।

শনিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বাড়ির ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী। ছবির নীচে লেখেন, "‘এই বাড়িটিই কিনতে চলেছি।" বাড়িটর ভিডিয়োটি দেখলে মুদ্ধ হবেন আপনিও।

3 / 8
ভিডিয়োতে দেখা যাচ্ছে বিশাল বাড়ির হলের মাঝখানে রয়েছে একটি কাঠের সেতু বারান্দা। শুধু তাই নয়, রয়েছে বড় খোলা বাগানও। বেশ অ্যান্টিক ধাঁচে বানানো বাড়ির অন্দরমহল। কাঠের সেতুর বিপরীত দিকের দেওয়ালে রয়েছে পটচিত্র ও  কাঠের সব আসবাব।

ভিডিয়োতে দেখা যাচ্ছে বিশাল বাড়ির হলের মাঝখানে রয়েছে একটি কাঠের সেতু বারান্দা। শুধু তাই নয়, রয়েছে বড় খোলা বাগানও। বেশ অ্যান্টিক ধাঁচে বানানো বাড়ির অন্দরমহল। কাঠের সেতুর বিপরীত দিকের দেওয়ালে রয়েছে পটচিত্র ও কাঠের সব আসবাব।

4 / 8
ভিডিয়োটি দেখেই বোঝা যাচ্ছে যে সেতু বারান্দার এক প্রান্তে দাঁড়িয়েই ভিডিয়োটি তুলেছেন রিচা। যা দেখে মুগ্ধ নেটপাড়ার একাংশ। বিশেষ করে সকলের নজর কেড়েছে বাড়ির সামনের সবুজ বাগান।

ভিডিয়োটি দেখেই বোঝা যাচ্ছে যে সেতু বারান্দার এক প্রান্তে দাঁড়িয়েই ভিডিয়োটি তুলেছেন রিচা। যা দেখে মুগ্ধ নেটপাড়ার একাংশ। বিশেষ করে সকলের নজর কেড়েছে বাড়ির সামনের সবুজ বাগান।

5 / 8
২০২০-তে আইনি বিবাহ সারার পর ২০২২-এ ঘটা করে অভিনেতা আলি ফজলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন  রিচা চাড্ডা। দিল্লিতে বসেছিল তাঁদের বিয়ের আসর। টানা এক-সপ্তাহ ব্যাপী চলেছিল সেই বিয়ের অনুষ্ঠান।

২০২০-তে আইনি বিবাহ সারার পর ২০২২-এ ঘটা করে অভিনেতা আলি ফজলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন রিচা চাড্ডা। দিল্লিতে বসেছিল তাঁদের বিয়ের আসর। টানা এক-সপ্তাহ ব্যাপী চলেছিল সেই বিয়ের অনুষ্ঠান।

6 / 8
বিয়ের পর কাজের পাশাপাশি চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। হেসে-খেলে দিব্যি কাটাচ্ছেন জীবন। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ধরা পড়ে আলি-রিচার প্রেমের একসঙ্গে কাটানো মুহূর্তের সব ছবি।

বিয়ের পর কাজের পাশাপাশি চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। হেসে-খেলে দিব্যি কাটাচ্ছেন জীবন। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ধরা পড়ে আলি-রিচার প্রেমের একসঙ্গে কাটানো মুহূর্তের সব ছবি।

7 / 8
রিচাকে শেষবার দেখা গিয়েছিল  ২০২১-এর ওয়েব সিরিজ় 'লাহোর কনফিডেন্সিয়াল'-এ। এবার খুব শীঘ্রই তাঁকে 'ফুকরে থ্রি'-তে দেখা যাবে। এছাড়াও চলতি বছরে রিচার আরও একটি রিলিজ  ‘আভি তো পার্টি শুরু হুই হ্যায়।’

রিচাকে শেষবার দেখা গিয়েছিল ২০২১-এর ওয়েব সিরিজ় 'লাহোর কনফিডেন্সিয়াল'-এ। এবার খুব শীঘ্রই তাঁকে 'ফুকরে থ্রি'-তে দেখা যাবে। এছাড়াও চলতি বছরে রিচার আরও একটি রিলিজ ‘আভি তো পার্টি শুরু হুই হ্যায়।’

8 / 8
এছাড়াও কিছুদিনের মধ্যে  সঞ্জয় লীলা বনশালির বহু প্রত্যাশিত ওয়েব শো 'হীরামান্ডি'-তে দেখা যাবে রিচাকে। এর আগে  সঞ্জয়লীলা বনশালির সঙ্গে কাজ করেছেন তিনি।  জনপ্রিয় ছবি ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’য় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল রিচাকে।

এছাড়াও কিছুদিনের মধ্যে সঞ্জয় লীলা বনশালির বহু প্রত্যাশিত ওয়েব শো 'হীরামান্ডি'-তে দেখা যাবে রিচাকে। এর আগে সঞ্জয়লীলা বনশালির সঙ্গে কাজ করেছেন তিনি। জনপ্রিয় ছবি ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’য় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল রিচাকে।

Next Photo Gallery