Sonalli Seygall: বিয়ের পিঁড়িতে ‘প্যায়ার কা পঞ্চনামা’খ্যাত সোনালি, কলকাতার কনের বর কে?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jun 07, 2023 | 8:00 PM

Bollywood Wedding: সোনালি কলকাতার মেয়ে। ছেলেবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তাঁর। সেই আকর্ষণেই মুম্বইতে পাড়ি জমান। বলিউডে তাঁর ডেবিউ হয় 'প্যায়ার কা পঞ্চনামা' ছবির মাধ্যমেই।

1 / 8
সাতপাকে বাঁধা পড়লেন  ‘প্যায়ার কা পঞ্চনামা’-এর অভিনেত্রী সোনালি সেহগল। আজ ৭ জুন মুম্বইয়ে বসেছিল বিয়ের আসর।

সাতপাকে বাঁধা পড়লেন ‘প্যায়ার কা পঞ্চনামা’-এর অভিনেত্রী সোনালি সেহগল। আজ ৭ জুন মুম্বইয়ে বসেছিল বিয়ের আসর।

2 / 8
 তবে কোনও রকম জাঁকজকম ছিল না বিয়ের আসরে। শুধুমাত্র আত্মীয় ও কাছের বন্ধুবান্ধদের মাঝেই সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান।

তবে কোনও রকম জাঁকজকম ছিল না বিয়ের আসরে। শুধুমাত্র আত্মীয় ও কাছের বন্ধুবান্ধদের মাঝেই সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান।

3 / 8
পাত্র অশেষ সজনানী। দীর্ঘ ৫ বছর ধরে তাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন সোনালি। অশেষ পেশায় একজন হোটেল ব্যবসায়ী।

পাত্র অশেষ সজনানী। দীর্ঘ ৫ বছর ধরে তাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন সোনালি। অশেষ পেশায় একজন হোটেল ব্যবসায়ী।

4 / 8
 শুরু থেকে বেশ আড়ালেই সম্পর্ক কে রেখেছিলেন সোনালি। কখনঅ সেভাবে প্রেমের উদযাপন করতে দেখা যায়নি তাঁদের। অবশেষে শুরু হল নতুন জীবন।

শুরু থেকে বেশ আড়ালেই সম্পর্ক কে রেখেছিলেন সোনালি। কখনঅ সেভাবে প্রেমের উদযাপন করতে দেখা যায়নি তাঁদের। অবশেষে শুরু হল নতুন জীবন।

5 / 8
সোনালির বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ের দিন সোনালি পরেছিলেন প্যাস্টল পিঙ্ক রঙের শাড়ি। বিবাহ বাসরে এন্ট্রির সময় সোনালির  মাথার ওপর ফুলের চাদর ধরেছিলেন পরিচালক লভ রঞ্জন।

সোনালির বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ের দিন সোনালি পরেছিলেন প্যাস্টল পিঙ্ক রঙের শাড়ি। বিবাহ বাসরে এন্ট্রির সময় সোনালির মাথার ওপর ফুলের চাদর ধরেছিলেন পরিচালক লভ রঞ্জন।

6 / 8
 সূত্রের খবর গত ৫ জুন ছিল সোনালির মেহেন্দি অনুষ্ঠান। অভিনেত্রীর হাতে মেহেন্দি আঁকেন বিখ্যাত মেহেন্দি শিল্পী বীণা নাগড়া।

সূত্রের খবর গত ৫ জুন ছিল সোনালির মেহেন্দি অনুষ্ঠান। অভিনেত্রীর হাতে মেহেন্দি আঁকেন বিখ্যাত মেহেন্দি শিল্পী বীণা নাগড়া।

7 / 8
সোনালি কলকাতার মেয়ে। ছেলেবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তাঁর। সেই আকর্ষণেই মুম্বইতে পাড়ি জমান।

সোনালি কলকাতার মেয়ে। ছেলেবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তাঁর। সেই আকর্ষণেই মুম্বইতে পাড়ি জমান।

8 / 8
 বলিউডে তাঁর ডেবিউ হয় 'প্যায়ার কা পঞ্চনামা' ছবির মাধ্যমেই। এরপর তাঁকে দেখা যায় 'ওয়েডিং পুল্লাভ', 'সোনু কে টিটু কি সুইটি' ছবিতে।

বলিউডে তাঁর ডেবিউ হয় 'প্যায়ার কা পঞ্চনামা' ছবির মাধ্যমেই। এরপর তাঁকে দেখা যায় 'ওয়েডিং পুল্লাভ', 'সোনু কে টিটু কি সুইটি' ছবিতে।

Next Photo Gallery