এ.আর রহমান- একটি গান করতে এ.আর রহমান নিয়ে থাকেন মোট ৩ থেকে ৫ কোটি টাকা।
শ্রেয়া ঘোষাল- মোট ২৫ লাখ টাকা তিনি দাবি করেন একটি গান গাইতে, যদিও বর্তমানে তাঁর এই পারিশ্রমিক আরও বাড়তে পারে।
বর্তমানে তাঁর একটি গান ছবিতে থাকা মানেই তা হিট। দর্শকদের মুখে মুখে ফেরে সেই গান। সলমন খানের সঙ্গেও মিটে গিয়েছে তাঁর দূরত্ব।
সুনিধি চৌহান- ২২ থেরে ২০ লাখ টাকা দাবি করে থাকেন তিনি। যদিও এখন ভোল বদলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
শান- একটি গান করতে শান দাবি করে থাকেন নাকি ১০ লাখ টাকা। তবে সকলের ক্ষেত্রেই কনসার্টের পারিশ্রমিক কিন্তু আলাদা।
বাদশা- ট্রেন্ডিং স্চার হলেও বাদশা মোট নিয়ে থাকেন ১৮ থেকে ২০ লাখ টাকা। তবে অধিকাংশই তাঁর নিজের গান।
সোনু নিগম- বলিউডের অন্যতম সেরা গায়ক বর্তমানে একটি গাল করতে নিচ্ছেন নাকি ১৮ থেকে ২০ লাখ টাকা।
নেহা কক্কর- একটি গান গাইতে তিনি পারিশ্রমিক নিয়ে থাকেন মোট ১০ লাখ টাকা।