Shah Rukh Khan Assets: মাত্র ১৫০০ টাকা পকেটে নিয়ে মুম্বই এসেছিলেন কিং, আজ চাঁদেও জমি শাহরুখের
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 02, 2023 | 2:02 PM
Shah Rukh Khan Birthday: গৌরী একাধিকবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি চাননি শাহরুখ খান অভিনেতা হোক। তিনি ভয় পেতেন এই জগতকে। কিন্তু না, শাহরুখ খানের ভাগ্যে ছিল অন্য লিখন। শাহরুখ খান মাত্র ১৫০০ টাকা পকেটে নিয়ে মুম্বইতে এসেছিলেন। ২০০ টাকা ট্যাক্সিকে দিয়ে রাস্তায় রাস্তায় খুঁজেছিলেন গৌরীকে।
1 / 8
শাহরুখ খান।
2 / 8
শাহরুখ খানের এই মন্তব্য চর্চার কেন্দ্রে জায়গা করে নেয় রাতারাতি। যা নিয়ে একচা সময়ের পর ব্যপকহারে জলঘোলা হয়েছিল।
3 / 8
গৌরী একাধিকবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি চাননি শাহরুখ খান অভিনেতা হোক। তিনি ভয় পেতেন এই জগতকে। কিন্তু না, শাহরুখ খানের ভাগ্যে ছিল অন্য লিখন।
4 / 8
শাহরুখ খান মাত্র ১৫০০ টাকা পকেটে নিয়ে মুম্বইতে এসেছিলেন। ২০০ টাকা ট্যাক্সিকে দিয়ে রাস্তায় রাস্তায় খুঁজেছিলেন গৌরীকে। এক সাধারণ ছেলের গল্প। তিনিই আজ বলিউডের বাদশা।
5 / 8
এরপরই শাহরুখ খান বিস্ফোরক মন্তব্য করে বসেন, যেখানে তিনি বলেন আমার স্ত্রী আর বাচ্চারা সবাই অস্তিন কা সাপ হ্যায়। অর্থাৎ সাপ।
6 / 8
গাড়ির তালিকায় রয়েছে, Rolls-Royce Phantom Drophead Coupe, একটি Rolls-Royce Cullinan Black, একটি Bentley Continental GT, একটি, Bugatti Veyron, BMW 7-Series, BMW 6-Series Convertible, Land Rover Range Rover Sport, BMW i8 এবং Toyota Land Cruiser
7 / 8
তিনি তাঁর মন্তব্য বিস্তারিত জানাতে গিয়ে বলেন, আগে মিডিয়া এই সকল খবর খুঁজে খুঁজে বার করত, এখন ঘরের সবাই এসে বলতে শুরু করে দিয়েছে।
8 / 8
এখানেই শেষ নয়, বহু ব্র্যান্ডের প্রচারের মুখ তিনি। সেই বাবদও তিনি মোটা টাকা নিয়ে থাকেন, পাশাপাশি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেও তাঁর ভাল টাকা আয় হয়ে থাকে।