Bollywood Controversy: ব্যবসায় নেমে চড়া দামে জিনিস বিক্রি, চরম নিন্দের মুখে হৃত্বিক থেকে আলিয়া
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 02, 2023 | 7:45 AM
Viral News: ভারতের বুকে বাঘাবাঘা সেলেবদের অনেকেই অভিনয় বা নিজ-নিজ কাজের পাশাপাশি ব্যবসাতেও বিনিয়োগ করে থাকেন। তবে সেই সকল জিনিসের দাম হয় আকাশ ছোঁয়া। যা ঘিরে রীতিমত চর্চার কেন্দ্রে জায়গা করে নেন তাঁরা।
1 / 8
ভারতের বুকে বাঘাবাঘা সেলেবদের অনেকেই অভিনয় বা নিজ-নিজ কাজের পাশাপাশি ব্যবসাতেও বিনিয়োগ করে থাকেন। তবে সেই সকল জিনিসের দাম হয় আকাশ ছোঁয়া। যা ঘিরে রীতিমত চর্চার কেন্দ্রে জায়গা করে নেন তাঁরা।
2 / 8
আরিয়ান খান-- সদ্য শাহরুখ পুত্র আরিয়ান খান এক পোশাকের সংস্থা সামনে এনেছেন। তবে শাহরুখ পুত্রের সেই কম্পানির জিনিসের দাম দেখে সকলের চক্ষু চড়কগাছ। হলেন চরম ট্রোল্ড।
3 / 8
১০ বছর হয়ে গিয়েছে বলিউডে দাপটের সঙ্গে কাজ করছেন আলিয়া ভাট। করণ জোহরের সঙ্গে প্রথম কাজ করা তাঁর। এরপর একে একে অনবদ্য অভিনয় করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। কখনও গলি বয়, কখনও আবার রাজি, কেরিয়ারের শুরু থেকেই একের পর এক চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি।
4 / 8
হৃত্বিক রোশন- হৃত্বিকের একটি ফিটনেস ব্র্যান্ড রয়েছে। তবে তাঁর ব্র্যান্ড যথেষ্ট জনপ্রিয় ও ভক্তরা বেশ পছন্দ করেন।
5 / 8
ক্যাটরিনা কাইফ-- মেকআপ ব্র্যান্ড লঞ্চ করেছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কইফ। তবে তাঁর প্রোডাক্টের দাম তুলনায় যথেষ্ট কম। ফলে তাঁকেও তুলনায় কম সমালোচিত হতে হয়েছে।
6 / 8
অতীতে বলিউডের একাধিক স্টার মেটগালাতে উপস্থিত হয়েছিলেন। কখনও প্রিয়াঙ্কা চোপড়া, কখনও আবার দীপিকা পাড়ুকোন, নজর কেড়েছেন সকলের। তবে প্রিয়াঙ্কা চোপড়ার কাছে মেটগালা জলভাত।
7 / 8
অক্ষয় কুমার-- তবে অক্ষয় কুমার এক্ষেত্রে খানিকটা ব্যতিক্রম। তাঁর ব্র্যান্ডের জিনিসের দাম যথেষ্ট কম। ফলে তাঁকে খুব একটা সমালোচনার মুখে পড়তে হয়নি।
8 / 8
দীপিকা পাড়ুকোন-- বিউটি প্রোডাক্টের কম্পানি খুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর নামের জেরেই প্রোডাক বিক্রি হচ্ছে মুঠো মুঠো। তবে দাম দেখে অধিকাংশেরই চোখ ওঠে কপালে।