বিগবসের বাড়ি-- এমন এক থাকার জায়গা বাইরের পৃথিবীর সঙ্গে যেখানে তাঁকে না কোনও সংযোগ। বাড়িতে থাকার জন্য মিলবে টাকা। মিলবে পরিচিতিও। তা সত্ত্বেও বিগবসের লোভনীয় অফার ফিরিয়েছেন যে সব তারকা।
টেলিভিশনের জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠি। বিগবসের অফার ফিরিয়ে দিয়েছেন তিনিও। কারণ একটাই, সারাক্ষণ ওই সিসিটিভির আওতাবদ্ধ হয়ে থাকতে চান না দিব্যাঙ্কা।
জেনিফার উইঙ্গেটও এই অফার ফিরিয়ে দিয়েছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তিনি প্রস্তুত ছিলেন না।
রোডিজে বিচারক হিসেবে দেখা গেলেও নেহা ধুপিয়া এই রিয়ালিটি শো ফিরিয়ে দিয়েছেন। কারণ বিগবসে যে বিতর্ক হয় তা থেকে দূরে থাকতে চান তিনি।
শিবাঙ্গী যোশীও চাননি বিগবসের বাড়িতে থাকতে। কারও ওই একই, সেই বিতর্ক।
'দেবো কা দেব' ধারাবাহিকের সোনারিকা ভাদোরিয়ার কাছেও এই শো'র অফার পৌঁছয়। কিন্তু তিনি জানিয়েছেন তিনি খুব মুখচোরা, তাই এই শো তাঁর জন্য নয়।
অফার ফিরিয়ে দেন শামা শিকন্দরও। কারণ শো'র লেআউট তাঁর পছন্দ ছিল না।
পুনম পান্ডের জীবনে এমনিই বিতর্ক। বিগবসে গিয়ে আর বাড়তি বিতর্ক চাননি তিনি। আর সেই কারণেই রাজি হননি।