Swastika Mukherjee: সুইমস্যুটে স্বস্তিকাকে দেখেই প্রশ্ন মেয়ে অন্বেষার, কী উত্তর এল?

Swastika Mukherjee: স্বস্তিকা মুখোপাধ্যায়, টলিপাড়ার বোল্ড অ্যান্ড বিউটিফুল অভিনেত্রী। ডাকনাম ভেবলি হলেও টলিউড তাঁকে চেনে সোজাসাপটা হিসেবেই। এ যেন স্বস্তিকাই এবার সুইমস্যুটে।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 11, 2023 | 10:04 PM

1 / 8
স্বস্তিকা মুখোপাধ্যায়, টলিপাড়ার বোল্ড অ্যান্ড বিউটিফুল অভিনেত্রী। ডাকনাম ভেবলি হলেও টলিউড তাঁকে চেনে সোজাসাপটা হিসেবেই। এ যেন স্বস্তিকাই এবার সুইমস্যুটে।

স্বস্তিকা মুখোপাধ্যায়, টলিপাড়ার বোল্ড অ্যান্ড বিউটিফুল অভিনেত্রী। ডাকনাম ভেবলি হলেও টলিউড তাঁকে চেনে সোজাসাপটা হিসেবেই। এ যেন স্বস্তিকাই এবার সুইমস্যুটে।

2 / 8
Swastika Mukherjee: সুইমস্যুটে স্বস্তিকাকে দেখেই প্রশ্ন মেয়ে অন্বেষার, কী উত্তর এল?

3 / 8
 আর সেই অবসরেই একটি ভিডিয়ো শেয়ার করেছেন নায়িকা। রোদেলা দুপুরে সুইমিংপুলে তিনি সঙ্গী এক নীলচে সুইমস্যুট।

আর সেই অবসরেই একটি ভিডিয়ো শেয়ার করেছেন নায়িকা। রোদেলা দুপুরে সুইমিংপুলে তিনি সঙ্গী এক নীলচে সুইমস্যুট।

4 / 8
কটাক্ষ যে হয়নি, তা বলা যায় না। তবে স্বস্তিকা যে বরাবরই সোজাসাপটা।

কটাক্ষ যে হয়নি, তা বলা যায় না। তবে স্বস্তিকা যে বরাবরই সোজাসাপটা।

5 / 8
একজন তাঁকে লেখেন  ‘ম্যাম আপনার বয়স হয়ে গেছে।’ জবাবে অভিনেত্রী লিখলেন, ‘সেটা না হয়ে আর অন্য কিছু কী হবে!’

একজন তাঁকে লেখেন ‘ম্যাম আপনার বয়স হয়ে গেছে।’ জবাবে অভিনেত্রী লিখলেন, ‘সেটা না হয়ে আর অন্য কিছু কী হবে!’

6 / 8
একজন আবার চান ফোন নম্বর। আর তাতে স্বস্তিকার উত্তর এসেছে 'না'।

একজন আবার চান ফোন নম্বর। আর তাতে স্বস্তিকার উত্তর এসেছে 'না'।

7 / 8
ওদিকে মা'কে সুইমস্যুটে দেখে মেয়ের প্রশ্ন, "এটি কার"? স্বস্তিকাও লুকোছাপা না করে জানিয়ে দিয়েছেন এ তাঁর নয়, অন্য এক বন্ধুর।

ওদিকে মা'কে সুইমস্যুটে দেখে মেয়ের প্রশ্ন, "এটি কার"? স্বস্তিকাও লুকোছাপা না করে জানিয়ে দিয়েছেন এ তাঁর নয়, অন্য এক বন্ধুর।

8 / 8
  এসেছে প্রশংসাও, যেভাবে নিজেকে মেন্টেন করছেন এই নায়িকা, তাতে মুগ্ধ নেটিজেনদের একটা বড় অংশ।

এসেছে প্রশংসাও, যেভাবে নিজেকে মেন্টেন করছেন এই নায়িকা, তাতে মুগ্ধ নেটিজেনদের একটা বড় অংশ।