TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Apr 04, 2023 | 9:46 PM
দিন কয়েক আগেই এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। ভিডিয়োতে দেখা গিয়েছিল নামমাত্র পোশাকে নিজেকে মুড়ে, কাঁধে বড় ব্যাগ নিয়ে দিল্লি মেট্রোতে যাতায়াত করছেন এক তরুণী। কে তিনি? কী বা তাঁর পরিচয়? কেনই বা প্রকাশ্যে এমন পোশাক--এই সব যাবতীয় প্রশ্নে যখন তোলপাড় সোশ্যাল মিডিয়া তখন সামনে এল তার পরিচয়।
ওই তরুণীর রিদিম চান্না। মাত্র ১৯ বছর বয়স তাঁর। যদিও ইনস্টাগ্রামে তিনি রয়েছেন 'প্রিটি পেস্ট্রি' নামে।
একটি অ্যাক্টিং স্কুলে তিনি পড়াশোনা করেন, নিজেকে পরিচয় দেন সোশ্যাল মিডিয়া সেনসেশন হিসেবে।
কেন অমন পোশাক? তাঁর দাবি, ভাইরাল হতে অমন কাজ করেননি তিনি। ইচ্ছে হয়েছে তাই পরেছেন।
তাঁর কথায়, "এমন এক পরিবার থেকে এসেছি যেখানে যা চেয়েছি তাই করতে পারিনি। তাই ঠিক করেছি যা চাইব তাই করব।"
রিদিম জানিয়েছেন, বহুদিন ধরেই মেট্রোতে এভাবে যাতায়াত করছেন তিনি। হঠাৎ করেই ভাইরাল হয়েছে তাঁর ভিডিয়ো।
নিজেকে উরফি জাভেদের 'বোন' হিসেবে পরিচয় দিতেও নারাজ এই তরুণী, সমাজে পোশাক নিয়ে যে বিধিনিষেধ রয়েছে তা ভাঙতে চেয়েই এ হেন পোশাক তাঁর।
তিনি যোগ করেন, "লোকে কী বলল তাতে আমার কিসসু যায় আসে না। উরফি কে তা তো আমি জানিও না। হঠাৎই এক বন্ধু আমায় ওর ছবি দেখায়।" নিজের শর্তেই বাঁচবেন বলে দাবি তাঁর।