Dunki Cast Salaries: ‘ডানকি’ ছবিতে ভিকির ১০ গুণ টাকা নিয়েছেন শাহরুখ? রইল সবার পারিশ্রমিক

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 06, 2023 | 2:20 PM

Dunki Cast Salaries: পাখীর চোখ এখন ২২ ডিসেম্বর-- মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানীর ছবি 'ডানকি'। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখ খান। তবে শাহরুখ খান ছাড়াও ওই ছবিতে রয়েছে একগুচ্ছ স্টারকাস্ট।

1 / 8
পাখীর চোখ এখন ২২ ডিসেম্বর-- মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানীর ছবি 'ডানকি'। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখ খান। তবে শাহরুখ খান ছাড়াও ওই ছবিতে রয়েছে একগুচ্ছ স্টারকাস্ট।

পাখীর চোখ এখন ২২ ডিসেম্বর-- মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানীর ছবি 'ডানকি'। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখ খান। তবে শাহরুখ খান ছাড়াও ওই ছবিতে রয়েছে একগুচ্ছ স্টারকাস্ট।

2 / 8
 ভিকি কৌশল থেকে শুরু করে বোমান ইরানি, সতীশ শাহ, তাপসী পান্নু-- কে নেই? জওয়ান ও পাঠানের জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করেছিলেন শাহরুক। আর 'ডানকি'র জন্য? ভিকি কৌশলের ১০ গুণ পারিশ্রমিক নিয়েছেন শাহরুখ? জেনে নিন সব সত্যি।

ভিকি কৌশল থেকে শুরু করে বোমান ইরানি, সতীশ শাহ, তাপসী পান্নু-- কে নেই? জওয়ান ও পাঠানের জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করেছিলেন শাহরুক। আর 'ডানকি'র জন্য? ভিকি কৌশলের ১০ গুণ পারিশ্রমিক নিয়েছেন শাহরুখ? জেনে নিন সব সত্যি।

3 / 8
 শাহরুখ খান এই ছবির জন্য নিচ্ছেন ২৮ কোটি টাকা, সূত্র মারফৎ জানা যাচ্ছে এমনটাই। এই ছবিতে তাঁকেই দেখা যাবে মুখ্য চরিত্রে।

শাহরুখ খান এই ছবির জন্য নিচ্ছেন ২৮ কোটি টাকা, সূত্র মারফৎ জানা যাচ্ছে এমনটাই। এই ছবিতে তাঁকেই দেখা যাবে মুখ্য চরিত্রে।

4 / 8
অন্যদিকে এই ছবিতে থাকবেন ভিকি কৌশলও। ছবিতে মোটেও শাহরুখ খান তাঁর দশগুণ বেশি পারিশ্রমিক নেননি। শোনা যাচ্ছে ভিকি পাচ্ছেন ১২ কোটি টাকা।

অন্যদিকে এই ছবিতে থাকবেন ভিকি কৌশলও। ছবিতে মোটেও শাহরুখ খান তাঁর দশগুণ বেশি পারিশ্রমিক নেননি। শোনা যাচ্ছে ভিকি পাচ্ছেন ১২ কোটি টাকা।

5 / 8
 বোমান ইরানির পারিশ্রমিক কিন্তু ভিকির থেকে বেশি। হবে নাই বা কেন? সিনিয়র অভিনয় বলে কথা। তিনি পাচ্ছেন ১৫ কোটি টাকা।

বোমান ইরানির পারিশ্রমিক কিন্তু ভিকির থেকে বেশি। হবে নাই বা কেন? সিনিয়র অভিনয় বলে কথা। তিনি পাচ্ছেন ১৫ কোটি টাকা।

6 / 8
অন্যদিকে সতীশ শাহ এই ছবির জন্য নিচ্ছেন ৭ কোটি টাকা। ছবিতে তাঁকেও দেখা যাবে এক উল্লেখযোগ্য চরিত্রে। এই অভিনেতার কমিক টাইমিংয়ের কথা কে না জানেন!

অন্যদিকে সতীশ শাহ এই ছবির জন্য নিচ্ছেন ৭ কোটি টাকা। ছবিতে তাঁকেও দেখা যাবে এক উল্লেখযোগ্য চরিত্রে। এই অভিনেতার কমিক টাইমিংয়ের কথা কে না জানেন!

7 / 8
 তাপসী পান্নু নাকি এই ছবির জন্য নিয়েছেন ১১ কোটি টাকা। তুলনায় নতুন তাপসীর এই পারিশ্রমিক কিন্তু একেবারেই কম নয়।

তাপসী পান্নু নাকি এই ছবির জন্য নিয়েছেন ১১ কোটি টাকা। তুলনায় নতুন তাপসীর এই পারিশ্রমিক কিন্তু একেবারেই কম নয়।

8 / 8
এই বছরটা বেশ ভালই যাচ্ছে শাহরুখ খানের। একের পর এক ছবি হিট হয়েছে তাঁর। তবে তাঁর বিগত দুটি ছবিই ছিল অ্যাকশন ধর্মী। এই ছবির স্বাদ খানিক আলাদা। তাই দর্শকমননে এই ছবি কতটা জায়গা করে নিতে পারে এখন সেটাই দেখার।

এই বছরটা বেশ ভালই যাচ্ছে শাহরুখ খানের। একের পর এক ছবি হিট হয়েছে তাঁর। তবে তাঁর বিগত দুটি ছবিই ছিল অ্যাকশন ধর্মী। এই ছবির স্বাদ খানিক আলাদা। তাই দর্শকমননে এই ছবি কতটা জায়গা করে নিতে পারে এখন সেটাই দেখার।

Next Photo Gallery