Reality Show Fees: সলমন থেকে করণ, কপিল, জনপ্রিয় রিয়্যালিটি শো সঞ্চালকদের এপিসোড পিছু আয় কত?
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Oct 03, 2023 | 2:00 PM
Reality Show: টিভির পর্দায় এখন রমরমিয়ে চলছে রিয়্যালিটি শো। আর তার TRP ও থাকছে তুঙ্গে। সেই কারণেই বিভিন্ন চ্যানেল মোটা টাকায় বিভিন্ন স্টারদের নিয়ে আসছে শোয়ের সঞ্চালনা করতে। ভারতের বুকে এমনই কিছপ রিয়্যালিটি শোয়ের সঞ্চালকদের পারিশ্রমিক কত জানেন?
Ad
টিভির পর্দায় এখন রমরমিয়ে চলছে রিয়্যালিটি শো। আর তার TRP ও থাকছে তুঙ্গে। সেই কারণেই বিভিন্ন চ্যানেল মোটা টাকায় বিভিন্ন স্টারদের নিয়ে আসছে শোয়ের সঞ্চালনা করতে। ভারতের বুকে এমনই কিছপ রিয়্যালিটি শোয়ের সঞ্চালকদের পারিশ্রমিক কত জানেন?
Follow Us
টিভির পর্দায় এখন রমরমিয়ে চলছে রিয়্যালিটি শো। আর তার TRP ও থাকছে তুঙ্গে। সেই কারণেই বিভিন্ন চ্যানেল মোটা টাকায় বিভিন্ন স্টারদের নিয়ে আসছে শোয়ের সঞ্চালনা করতে। ভারতের বুকে এমনই কিছপ রিয়্যালিটি শোয়ের সঞ্চালকদের পারিশ্রমিক কত জানেন?
অমিতাভ বচ্চন: অমিতাভ বচ্চন, কৌন বনেগা ক্রোড়পতি রিয়্যালিটি শো ফিরিয়েছিল যাঁর ভাগ্য, তিনি প্রতি এপিসোডে কত টাকা পান জানেন? এপিসোড পিছু ৪ কোটি টাকা নেন তিনি।
সলমন খান: দীর্ঘদিন ধরে বিগ বস-এর সফর সঙ্গী সলমন খান। তবে তিনি মোটা টাকা নিয়ে থাকেন এক একটি এপিসোড পিছু। সলমন খানের এই রিয়্যালিটি শোয়ের জন্য পারিশ্রমিক হল ১৫ কোটি।
রোহিত শেট্টি: রোহিত শেট্টি খাতরো কে খিলাড়ি রিয়্যালিটি শো সঞ্চালনা করে থাকেন। এই শো সঞ্চালনার জন্য তিনি পারিশ্রমিক নিয়ে থাকেন ৫০ লাখ টাকা।
সোনু সুদ: বর্তমানে তিনি রিয়্যালিটি শো রোডিজ়-এর সঞ্চালনাতে ব্যস্ত রয়েছেন। এই শোয়ের সঞ্চালনা করে তিনি পারিশ্রমিক পান এপিসোড পিছু ১২ লাখ।
কপিল শর্মা: কপিল শর্মার জনপ্রিয় শো দ্য কপিল শর্মা শো, যেখানে তিনি সঞ্চালনা করতে পকেটে পুরে থাকেন এপিসোড পিছু ৩০ থেকে ৩৫ লাখ টাকা।
হর্ষ-ভারতী: হর্ষ লাম্বচেয়া ও ভারতী সিং, এই জুটি শো সঞ্চালনা করার জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন ৩০ লাখ টাকা।
করণ জোহর: করণ জোহর কফি উইথ করণ শোয়ের সঞ্চালনা করে থাকেন। এই শোয়ের জন্য তিনি পেয়ে থাকেন ১-২ কোটি টাকা।