Reality Show Fees: সলমন থেকে করণ, কপিল, জনপ্রিয় রিয়্যালিটি শো সঞ্চালকদের এপিসোড পিছু আয় কত?
Reality Show: টিভির পর্দায় এখন রমরমিয়ে চলছে রিয়্যালিটি শো। আর তার TRP ও থাকছে তুঙ্গে। সেই কারণেই বিভিন্ন চ্যানেল মোটা টাকায় বিভিন্ন স্টারদের নিয়ে আসছে শোয়ের সঞ্চালনা করতে। ভারতের বুকে এমনই কিছপ রিয়্যালিটি শোয়ের সঞ্চালকদের পারিশ্রমিক কত জানেন?