ফোবিয়া অর্থাৎ ভয়, এমন কিছু ভয়, যা হাজার যুক্তিতেও কাটিয়ে ওঠা যায় না। প্রতিটা মানুষের জীবনেই এমন কিছু না কিছু ভয় থেকেই যায়। যাকে কেন্দ্র করে বেজায় সমস্যার মুখোমুখি হতে হয় তাঁদের। বলিউড স্টারদের জীবনেও এমন বেশ কিছু ভয় লুকিয়ে রয়েছে। কোন স্টারের ভয় কী জানেন?
শাহরুখ খান: সুপারস্টার শাহরুখ খান তাঁর জীবনে সব থেকে গোপন ভয় কী জানেন? তিনি রীতিমত ভয় পান ঘোড়াকে। ঘোড়া দেখলেই বেশ কিছুটা দূরে সরে থাকেন তিনি। যদিও বাজিগর ছবি অন্য কথা বলে, তবুও শাহরুখ খানের এটাই ভয়।
সলমন খান: সলমন খানের কী ভয় জানেন? সলমন খান লিফটে উঠতে ভয় পান। উনি খালি মনে করেন হয়তো আটকে পড়বেন। এই ভয়ে তিনি সচেতন ভাবে লিফট এড়িয়ে চলেন।
অর্জুন কাপুর: অর্জুন কাপুরের ভয় পাখায়। এই ফোবিয়ার নাম হল অ্যানিমিস্টিরাফোবিয়া। অর্থাৎ এসিতেই তিনি বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। পাখা দেখলেই তাঁর সমস্যা হয়।
দীপিকা পাড়ুকোন: দীপিকা পাড়ুকোনের ভয়ও ভীষণ চেনা পরিচিত। তিনি সাপে ভয় পান। এই ভয় বহু মানুষের মনে রয়েছে। বহু সেলেবের ক্ষেত্রেও এই ভয়ের লক্ষ্যণ দেখা যায়।
রণবীর কাপুর: রণবীর কাপুরের ভয় ভীষণ চেনা পরিচিত। কারণ এই ভয় ঙরে ঘরে। আরশোলাতে তাঁর ভীষণ ভয়। তিনি যদি কোথাও দেখেন, তাতেই বেজায় সমস্যায় পড়তে হয়।
ক্যাটরিনা কইফ: অভিনেত্রীর ভয় শুনলে রীতিমত অবাক হতে হয়। তিনি টমেটো পছন্দ করেন না। কোনও কিছুতে টমেটো রয়েছে শুনলেই তিনি সেখান থেকে সরে যান।