
শাহরুখ খান ও গৌরী খান, বলিউডের অন্যতম দুই জুটি। যাঁদের সম্পর্কের খবর বারবার বিভিন্ন মহলে চর্চিত। প্রেম থেকে শুরু করে বিয়ে, সবটাই যেন রূপলি পর্দার মতো।

শাহরুখ খান ও গৌরী খানের সম্পর্ক নিয়ে একাধিক জল্পনা থাকলেও শাহরুখ খান কিংবা গৌরী কেউই একে অন্যের হাত ছাড়েনি।

বরং প্রকাশ্যে এই জুটিকে দেখলে বোঝাই যায় তাঁরা কতটা সুখে সংসার করছেন। শাহরুখ খান সব সময় গৌরীকে আগলে রাখেন।

সে ছবি একাধিকবার পর্দায় ফ্রেমবন্দি হয়েছে। তবে জানেন কি গৌরীর সঙ্গে একতা থাকার পিছনে মেনে চলতে হয় কিং খানকে একটা শর্ত।

গৌরী খানের অনুমতি ছাড়া তিনি কী এমন কাজ আছে যা করার সাহসই পান না। গৌরী খান ইন্টেরিয়র ডিজাইন করেন। তা সকলেরই জানা।

তবে এটা কী জানেন শাহরুখ খান চাইলেই কোনও রেস্তোরাঁতে যেতে পারেন না। ইচ্ছে থাকলেও না। কারণ তাঁকে মানতে হয় গৌরীর শর্ত।

গৌরী খান যে রেস্তোরাঁ সাজাবেন, একমাত্র সেই রেস্তোরাঁতেই যাওযার অনুমতি রয়েছে শাহরুখ খানের। অন্যত্র যেতে দেখা যায় না তাঁকে।

শাহরুখ খানকে নিয়ে কয়েকদিন আগেই গৌরীকে একটি রেস্তোরাঁতে ঢুকতে দেখা গেল। তখনই প্রকাশ্যে বলে গেলেন গৌরী এই কথা।