
হেমা মালিনী ও ধর্মেন্দ্রর প্রেমকাহিনি কারও অজানান নয়। প্রথম স্ত্রী জীবনে থাকার সময়ই ধর্মেন্দ্রর মনে জায়গা করে নিয়েছিলেন হেমা মালিনী। সকলেই তাঁদের এই সিদ্ধান্তের চরম সমালোচনা করেছিলেন।

ধর্মেন্দ্রর আগের পক্ষের চার সন্তান ছিল। তখন তিনি রীতিমত সংসার করছেন। দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে কাটছে তাঁর সময়। পাশাপাশি চুটিয়ে কাছ করছেন বলিউডে।

তবে সংসার থেকে মন উঠে যায় তাঁর। শুটিং সেটেই মনে দিয়ে বসেন তিনি হেমা মালিনীকে। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁদের গোপন প্রেমকাহিনি। বেশিদিন তা চাপা থাকে না।

এরপরই তাঁরা নতুন করে সংসার পাতার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরই মাঝে প্রথম অন্তঃসত্ত্বা হন হেমা মালিনী। নিজের বায়োগ্রাফিকে তিনি জানিয়েছেন, খবর পৌঁছে যায় ধর্মেন্দ্র মায়ের কাছে।

সেই মুহূর্তে ঠিক কেমন প্রতিক্রিয়া ছিল তাঁর, হেমা জানান, তিনি তখন ডাবিং-এর একটি কাজ করছিলেন, খবর পেয়ে তাঁর কাছে পৌঁছে যান ধর্মেন্দ্রর মা। তিনি আশীর্বাদ করে জানান, সন্তান যেন সুস্থ হয়।

তিনি এই খবরে ভীষণ খুশি ছিলেন, ভালবাসা জানান হেমাকে। এরপরই হেমা তাঁর প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন। এষা বলিউডেও বেশ কিছু কাজ করেন।

তবে এক নয়, হেমার দুই কন্যা সন্তান। বর্তমানে একপ্রকার অবসর জীবন যাপন করছেন হেমা ও ধর্মেন্দ্র। প্রবীণ এই জুটি আজও ভক্তদের নজরের কেন্দ্রে, প্রতিটা আপডেটে থাকে লাইমলাইট।

তবে প্রথম সংসার ছেড়ে আসেননি ধর্মেন্দ্র। ছেলেদের সঙ্গে দূরত্ব মিটিয়ে এখন তিনি ভালই আছেন। ববি দেওল থেকে সানি দেওল সকলেই তাঁর সঙ্গে এখন বেশ ঘনিষ্ঠ।