TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jul 11, 2023 | 9:27 AM
ঐশ্বর্য রাই বচ্চন, বরাবরই তিনি ভীষণ ভেবে চিন্তে কথা বলে থাকেন। প্রতিটা পদক্ষেপে এই একপ্রকার নিজেকে বাঁচিয়ে চলেন অভিনেত্রী। কেরিয়ারের শুরু থেকে ঐশ্বর্যর এইরূপ দেখে এসেছে দর্শকেরা।
সচরাচর কোন বিতর্কিত প্রসঙ্গে মন্তব্য করতে পছন্দ করেন না অভিনেত্রী। দেশ কিংবা বিদেশ সাক্ষাৎকার দিতে গিয়ে যতটা সম্ভব সচেতন থাকার চেষ্টা করেন সেলেব। একবার তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ভারতে তাঁর প্রিয় অভিনেত্রী কে।
উত্তরে ঐশ্বর্য জানিয়েছিলেন সকলেই বেশ পরিশ্রমে সকলেই ভীষণ মন দিয়ে কাজ করেন। তবে নাম মুখে নেননি কারও। শোয়ের সঞ্চালক তাঁকে অনুরোধ করলেও ঐশ্বর্য মুখে এটি ছিলেন কুলুপ।
তাকে বারবার অনুরোধ করা হয় তিনি যেন একজন অভিনেত্রীর নাম উল্লেখ করেন। ঐশ্বর্য শত ভেবেও কারও নাম সেদিন মুখে আনেননি। এই ভিডিয়ো ক্লিপিং প্রকাশে আসার পরই দু ভাগে ভাগ হয়ে গিয়েছিল নেটিজেনরা।
একশ্রেণীর বক্তব্য ঐশ্বর্য কাউকেই হয়তো সেভাবে পছন্দ করেন না, কিংবা যোগ্য বলে মনে করেন না, সেই কারণেই তিনি কারও নাম মুখে আনেননি।
আরেক শ্রেণির মত তিনি কাউকে অসম্মান করতে চাননি বা কারও মনে আঘাত দিতে চাননি সেই কারণেই তিনি বিশেষ কারও নাম এ দিন উল্লেখ করেননি।
যদি ঐশ্বর্য কোনদিনই তাঁর বলা কথা ও কাজের জন্য ব্যাখ্যা দিতে পছন্দ করেন না। হয় তাই এই প্রসঙ্গে শত জল ঘোলা হলেও ঐশ্বর্য কোনদিনই নিজের হয়ে সাফাই দেয়নি।
বর্তমানে বলিউড থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নিযেছেন অভিনেত্রী। ছবির প্রসঙ্গেও এখন আর তিনি খুব একটা উৎসাহ দেখান না বলেই খবর।