Tolly Inside: উৎসবের মরসুমে সপরিবারে গোয়ায় যিশু, রইল সেই ট্র্যাভেল অ্যালবাম
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Oct 27, 2023 | 2:01 PM
Tolly Inside:
এই মুহূর্তে বেজায় ব্যস্ত অভিনেতা যিশু সেনগুপ্ত। প্যান ইন্ডিয়া কাজ তো বটেই, বাংলাতেও কিছু দিন আগে মুক্তি পেয়েছে তাঁর ছবি দশম অবতার। ছবিটর পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
1 / 8
এই মুহূর্তে বেজায় ব্যস্ত অভিনেতা যিশু সেনগুপ্ত। প্যান ইন্ডিয়া কাজ তো বটেই, বাংলাতেও কিছু দিন আগে মুক্তি পেয়েছে তাঁর ছবি দশম অবতার। ছবিটর পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
2 / 8
ব্যস্ত শিডিউল থেকে খানিক ফাঁক পেতেই যিশু সেনগুপ্ত বেরিয়ে পড়েছেন গোয়ার উদ্দেশে। সঙ্গে রয়েছেন তাঁর দুই মেয়ে সারা ও যারা। রয়েছেন স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত।
3 / 8
তবে সকলের মধ্যে নজর কেড়েছেন সারাই। এই মুহূর্তে অষ্টাদশী তিনি। তাঁর ফ্যাশন সেন্স তারিফ করার মতোই। কখনও মাথায় ফুল গুঁজে আবার কখনও বা সিম্পল সাজে ধরা দিয়েছেন তিনি।
4 / 8
সারা সেনগুপ্ত স্টারকিড, তাঁর হাবভাবও কোনও তারকার চেয়ে কিন্তু কম নয়। কিছু দিন আগেই তাঁর মুকুটে যোগ হয়েছিল নতুন পালক।
5 / 8
গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে এক বিখ্যাত ব্র্যান্ডের হয়ে হেঁটেছিলেন র্যাম্পে সারা। মুগ্ধ হয়েছিলেন বাবা যিশু সেনগুপ্ত। তিনি লিখেছিলেন, ‘‘গর্বিত শব্দটাও ছোট আজকের এই দিনটার জন্য।’’
6 / 8
খানিক আবেগঘন হয়ে পড়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও। ফেসবুকে তিনি লিখেছিলে,"আমার ছোট্ট উমা! ক্রিশ্চিয়ান ডিয়োরের মডেল হিসাবে মনোনীত হয়েছে সে! বিশ্বের এত মডেল যে জায়গায় আসার জন্য প্রতীক্ষা করে থাকেন, সেখানে এসেছে আমাদের উমা। অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে সে হাঁটল র্যাম্পে।"
7 / 8
উমা দিয়েই ডেবিউ হয় সারার। ছবিটির পরিচালক ছিলেন সৃজিত মুখোপাধ্যায়। প্রথম ছবিতেই বাজিমাত করেন সারা। ছবিতে তিনি ছাড়াও ছিলেন যিশু নিজে ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
8 / 8
তবে এখন আর তিনি ছোটটি নন। আগামী দিনে বাবা-মায়ের মতো অভিনয়কে তিনি পেশা বানাবেন? সে উত্তর অবশ্য লুকিয়ে আছে তাঁরই কাছে।