kajol-Ajay Relation: পরকীয়া গুঞ্জনের মাঝেও কী করে টিকে অজয়ের সঙ্গে সম্পর্ক? কাজলের বিশ্বাস…
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 01, 2023 | 4:39 PM
Bollywood Gossip: কখনও শাহরুখ খান-কাজল বচসা, কখনও আবার অজয়ের জীবনে জল্পনা। সবটার সঙ্গে লড়াই করে সম্পর্ক টিকিয়ে রেখেছেন তাঁরা। তবে সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেই এবার এ কী বললেন তিনি?
1 / 8
কাজল ও অজয় দেবগণ, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে প্রতিটা মুহূর্তে চর্চা থাকে তুঙ্গে। ১৯৯৯ সালে বিয়ের পিঁড়িতে বসেছেন তাঁরা।
2 / 8
তবে থেকেই সংসার সামলাচ্ছেন তাঁরায তবে পথটা যে খুব সহজ ছিল এমন নয়। জীবনে এসেছে পরকীয়ার গুঞ্জন। কখনও শাহরুখ খান-কাজল বচসা, কখনও আবার অজয়ের জীবনে জল্পনা।
3 / 8
সবটার সঙ্গে কোমড় বেঁধে লড়াই করে সম্পর্ক টিকিয়ে রেখেছেন তাঁরা। তবে সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেই এবার এ কী বললেন তিনি?
4 / 8
সম্প্রতি কফি উইথ করণ শোয়ে এসেছিলেন তিনি। সঙ্গে এসেছিলেন রানি মুখোপাধ্যায়। সেখানেই ব়্যাপিট ফায়ার রাউন্ডে এসে এ কী বললেন কাজল?
5 / 8
তিনি কুছ কুছ হোতা হ্যায়-তে বিশ্বাস করেন না। তিনি মনে করেন না প্রেম একবারই হয়। প্রেম জীবনে পরবর্তীতে আসতেই পারে। তা প্রকাশ্যে জানিয়ে দিলেন কাজল।
6 / 8
তবে কাজল ও অজয় দেবগণের এই সম্পর্ক যে কেবল বিশ্বাস ও ধৈর্যের ওপর নির্ভর করে রয়েছে, তা কারও অজানা নয়। ফলে তাঁদে এখন বেশ চর্চিত নাম।
7 / 8
কাজল ও অজয় দেবগণ এখন দুই সন্তানের অভিভাবক। দুজনেই বলিউডে চুটিয়ে কাজ করছেন। একটা সময় অনেকটা বিরতি নিয়েছিলেন কাজল।
8 / 8
কিন্তু এখন তিনি ভাল ভাল কাজ করতে চান বলেই দাবি করেছেন। বেশ কয়েকটি ওটিটি সিরিজেও দেখা গিয়েছে তাঁকে।