Bolly Gossip: এই এক শর্তই কাল! কেন যুবরাজের বায়োপিকের প্ল্যান ভেস্তে দেন করণ?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 23, 2023 | 5:39 PM

Bolly Gossip: যুবরাজ সিং, কেরিয়ারের পিক টাইমে তাঁর ভক্তসংখ্যা নেহাত কম ছিল না। তাঁর জীবনও বর্ণময়।

1 / 8
 যুবরাজ সিং, কেরিয়ারের পিক টাইমে তাঁর ভক্তসংখ্যা নেহাত কম ছিল না। তাঁর জীবনও বর্ণময়।

যুবরাজ সিং, কেরিয়ারের পিক টাইমে তাঁর ভক্তসংখ্যা নেহাত কম ছিল না। তাঁর জীবনও বর্ণময়।

2 / 8
 রয়েছে বিস্তর ওঠাপড়া। দল থেকে বাদ পড়া, ফিরে আসা। ক্যানসারও আক্রান্ত হয়েও হার না মানা, প্রেম ভাঙা, বলিউড অভিনেত্রী সঙ্গে নাম জড়ানো... একটা আস্ত ছবি হয়ে যায় তাঁর জীবন নিয়ে।

রয়েছে বিস্তর ওঠাপড়া। দল থেকে বাদ পড়া, ফিরে আসা। ক্যানসারও আক্রান্ত হয়েও হার না মানা, প্রেম ভাঙা, বলিউড অভিনেত্রী সঙ্গে নাম জড়ানো... একটা আস্ত ছবি হয়ে যায় তাঁর জীবন নিয়ে।

3 / 8
আর সেই ছবিরই পরিকল্পনা করেছিলেন খোদ করণ জোহর। চেয়েছিলেন যুবরাজ সিংয়ের বায়োপিক বানাবেন। সেই মতো ঘোষণাও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ভেস্তে যায় প্ল্যান।

আর সেই ছবিরই পরিকল্পনা করেছিলেন খোদ করণ জোহর। চেয়েছিলেন যুবরাজ সিংয়ের বায়োপিক বানাবেন। সেই মতো ঘোষণাও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ভেস্তে যায় প্ল্যান।

4 / 8
নেপথ্যে ছিল যুবরাজ ও করণের মতের পার্থক্য। নিজের প্রস্তাবে অটল ছিলেন যুবরাজ। ওদিকে করণও নিজের সিদ্ধান্ত থেকে সরার পাত্র নন।

নেপথ্যে ছিল যুবরাজ ও করণের মতের পার্থক্য। নিজের প্রস্তাবে অটল ছিলেন যুবরাজ। ওদিকে করণও নিজের সিদ্ধান্ত থেকে সরার পাত্র নন।

5 / 8
যুবরাজের চরিত্রে এমন একজনকে পছন্দ ছিল করণের। যাকে পছন্দ ছিল না যুবরাজের। যুবি চেয়েছিলেন এমন একজনকে নিতে যিনি প্রথম সারির অভিনেতা।

যুবরাজের চরিত্রে এমন একজনকে পছন্দ ছিল করণের। যাকে পছন্দ ছিল না যুবরাজের। যুবি চেয়েছিলেন এমন একজনকে নিতে যিনি প্রথম সারির অভিনেতা।

6 / 8
তাঁর পছন্দ ছিল হৃতিক রোশন ও রণবীর কাপুর। যদিও করণ এই দু'জনের কাউকেই যুবরাজের চরিত্রে ভাবেননি একেবারেই। তাঁর পছন্দ ছিল অন্য কেউ।

তাঁর পছন্দ ছিল হৃতিক রোশন ও রণবীর কাপুর। যদিও করণ এই দু'জনের কাউকেই যুবরাজের চরিত্রে ভাবেননি একেবারেই। তাঁর পছন্দ ছিল অন্য কেউ।

7 / 8
তিনি চেয়েছিলেন সিদ্ধান্ত চতুর্বেদীকে নিতে। কারণ যুবরাজের সঙ্গে মুখের মিল রয়েছে তাঁর-- এমনটাই মনে করেছিলেন করণ জোহর।

তিনি চেয়েছিলেন সিদ্ধান্ত চতুর্বেদীকে নিতে। কারণ যুবরাজের সঙ্গে মুখের মিল রয়েছে তাঁর-- এমনটাই মনে করেছিলেন করণ জোহর।

8 / 8
 যুবরাজ আপত্তি জানাতেই করণও বায়োপিকের আইডিয়া থেকে সরে আসেন। পরবর্তীতে যদিও সুর কিছুটা নরম হয়েছিল যুবরাজের। তিনি জানিয়েছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী তাঁর চরিত্রে ভাল অভিনয় করতে পারেন। কিন্তু ততদিনে করণ ব্যস্ত হয়ে যান অন্য প্রজেক্টে। ছবিটির পরিকল্পনাও ভেস্তে যায়।

যুবরাজ আপত্তি জানাতেই করণও বায়োপিকের আইডিয়া থেকে সরে আসেন। পরবর্তীতে যদিও সুর কিছুটা নরম হয়েছিল যুবরাজের। তিনি জানিয়েছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী তাঁর চরিত্রে ভাল অভিনয় করতে পারেন। কিন্তু ততদিনে করণ ব্যস্ত হয়ে যান অন্য প্রজেক্টে। ছবিটির পরিকল্পনাও ভেস্তে যায়।

Next Photo Gallery