
বলিউডে কান পাতলে গসিপের অভাব নেই। সে সত্য ঘটনাকে কেন্দ্র করে হোক কিংবা কোনও রটনাকে ঘিরে জল্পনা, সম্পর্ক হোক কিংবা কোনও ছবির অন্দরমহলের খবর, সবটাই দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়।

যার শিকার সেলেবদের নিত্য হতে হয়। কখনও প্রকাশ্যে তাঁরা সেই প্রসঙ্গে মুখ খুলে সত্যি সামনে নিয়ে চলে আসেন, কখনও আবার এরিয়ে যান।

এক ছবি তুলতে গিয়ে ঘটে যায় আরেক বিপত্তি। কখনও হয়তো পোজ় নিয়ে ওঠে চর্চা তুঙ্গে, কখনও আবার এক অদ্ভুত ফ্রেমে ভাইরাল হয়ে যান তাঁরা।

এমন অনেক ফ্রেমের জন্যই অপদস্তে পড়তে হয় সেলেবদের। তেমনই এক কাণ্ড ঘটেছিল করিনা কাপুর ও বিপাশা বসুর সঙ্গে।

তাঁরা একে অপরের সঙ্গে পোজ় দিতে গিয়েই একবার ঘটেছিল চরম বিপত্তি। ঠোঁটে ঠোঁট রাখার পোজ়ে ছবি হয়ে গিয়েছিল লিক।

যে ছবিটি ভাইরাল হয়, তা দেখে মনে হয়, তাঁরা যেন একে অন্যের সঙ্গে লিপলকে জড়াচ্ছেন। যদিও আসল ছবি সেটা নয়। তাঁরা একে অন্যের কাছাকাছি যেতেই ওঠে এই ছবি।

আসলে গালে গাল দিয়ে একে অপরের সঙ্গে সোহাগ করতে চেয়েছিলেন তাঁরা, মুখ কাছাকাছি যেতেই, ক্লিক করেন পাপারাৎজিরা।

সেই ছবি ঘিরেই চর্চা। যদিও তাঁদের আসল যে পোজ়, আদপে যে তাঁরা লিপলক করেননি, সেই ছবি সামনে আসতেও খুব বেশি সময় লাগেনি।