Katrina-Salman: ‘বাথরুম থেকে বেরিয়ে সলমন দেখলেন…’, ক্যাটরিনার সঙ্গে প্রথম আলাপ সিনেমার মতো
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Oct 09, 2023 | 5:17 PM
Bollywood Gossip: ক্যাটরিনার জীবনে প্রথমে আসেন রণবীর কাপুর, পরবর্তীতে আসেন ভিকি কৌশল। এখন তিনি বিবাহিত। যদিও তাঁর ও সলমন খানের সম্পর্কের গল্প এক কথায় সিনেমার মতো। শুনে রীতিমত অবাক হতে হয়।
1 / 8
প্রসঙ্গত এখন সলমন খান ব্যস্ত বিগ বস-এর নয়া সিজ়ন নিয়ে। পাশাপাশি মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি টাইগার থ্রিও।
2 / 8
অনেকেই চাইতেন এই জুটি যদি বাস্তবে একসঙ্গে থাকেন। একটা সময় তাঁদের সম্পর্কের গুঞ্জনও ছিল তুঙ্গে। তবে তা খুব বেশি দিন স্থায়ী হয়নি। কারণ একটাই।
3 / 8
ক্যাটরিনার জীবনে প্রথমে আসেন রণবীর কাপুর, পরবর্তীতে আসেন ভিকি কৌশল। এখন তিনি বিবাহিত। যদিও তাঁর ও সলমন খানের সম্পর্কের গল্প এক কথায় সিনেমার মতো। শুনে রীতিমত অবাক হতে হয়।
4 / 8
সবটা বোঝার পর সলমন খান স্থির করেছিলেন, এই ভুল তাঁরা আর কোনওদিন করবেন না। তবে থেকেই টাকার প্রতি বিশেষ যত্নশীল হয়ে পড়েন তিনি।
5 / 8
সেই সময় অজান্তেই সলমন খানের ঘরে ঢুকে পড়েন তিনি। সেই সময় বাথরুম থেকে বেরিয়েছিলেন ভাইজান। ক্যাটকে ঘরে দেখে চমকে যান তিনি।
6 / 8
পাল্টা ক্যাটরিনাও অবাক হয়ে যান। বুঝতে পারেন না সেই সময় তাঁর ঠিক কী করা উচিত। এরপরই বাড়ে যোগাযোগ। তারপরই সলমন খান স্থির করেন ক্যাটরিনাকে বলিউডে ডেবিউ করাবেন।
7 / 8
এরপর থেকেই এই জুটির সফর শুরু। যদিও ক্যাটরিনা ও সলমন খানকে নিয়ে বহু জল্পনা বর্তমান। যদিও একটা সময় শোনা গিয়েছিল জুটির মধ্যে বাড়ছে দূরত্ব।
8 / 8
আরবাজ় খান জানিয়েছিলেন, সলমন খানের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হল সঙ্গম ছাড়া এক মাস থাকা। সলমন খান পাশ থেকে বলে বসেছিলেন, এসব কী বলা হচ্ছে।