মাত্র ৬ মাস হল বিয়ের পিঁড়িতে বসেছেন কিয়ারা আডবাণী। সিদ্ধার্থ মালহোত্রা সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ এক কথায় বলতে গেলে দেশভক্ত বেশ পছন্দের। টানা দু'বছর প্রেমের পর গাঁটছড়া বেধেছিলেন এই জুটি।
তবে বিয়ের ছয় মাস বেরোতে না বেরোতেই মা হতে চলেছেন কিয়ারা আডবাণী? এমনই খবর সম্প্রতিতে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। অধিকাংশ সময় সেলিব্রিটিদের পোশাক দেখে নেটিজ়েনরা অনুমান করে ফেলেন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর।
বিয়ের পর থেকেই সেলেবদের এই প্রশ্নের মুখোমুখি পড়তে হয় মাঝে মধ্যেই। কারও সামান্য বেলিফ্যাট কিংবা ঢিলে ঢালার পোশাক চোখে পরা মাত্রই শুরু হয়ে যায় গুঞ্জন। এ ক্ষেত্রেও তাই হল।
কিয়ারা আদবানীর পোশাকের তলায় পেটের আকার ফ্রেমবন্দি হতেই জল্পনা তুঙ্গে। একশ্রেণীর মত, অভিনেত্রী অন্তঃসত্ত্বা, তবে লুকিয়ে রেখেছেন তাঁর বেবি বাম্প। যদিও খবর সত্যি কি না, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বর্তমানে চুটিয়ে ছবি প্রচার করছেন কি আর আডবাণী।
এখন লক্ষ্যে তাঁর আগামী ছবির সত্য প্রেম কি কথা-র ব্যবসা। এই নিয়ে দ্বিতীয়বার কার্তিক আরিয়ানের সঙ্গে জুটিবাদের দেখা যাবে কিয়ারাকে। ভুল ভুলাইয়া টু ছবির পর থেকেই জুটি বলিউডে বেশ চর্চিত।
আরও একবার রোমান্টিক ছবিতে বাঁধা পড়লেন এই জুটি। কিয়ারা আডবাণীর সঙ্গে কার্তিক আরিয়ানের পর্দার কেমিস্ট্রি বেশ জনপ্রিয়। তাই ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে ছবির ট্রেলার থেকে গান। এখন দেখান বক্স অফিসে এই ছবি কতটা প্রভাব ফেলতে পারে।
কিয়ারা আডবাণী বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। একের পর এক ছবির প্রস্তাব তাঁর ঝুলিতে। ভাল অভিনয় করে রাতারাতি দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এখন একটি ছবি করতে মোটা অঙ্কের টাকা নিয়ে থাকেন তিনি।
বলিউডে কান পাতলে শোনা যায় কিয়ারা আডবাণী নাকি ছবির জন্য লাকি। তাঁর করা ছবি কখনও ফ্লপ হয় না। বিশাল পরিমাণ আয় না করলেও লাভের মুখ দেখতে পারেন নির্মাতারা। এখন দেখার এক্ষেত্রে তা সত্যি প্রমাণ হয় কি না।