শাহরুখ কন্যার প্রেমেই কি হাবুডুবু খাচ্ছেন বিগ বি-র নাতি? ফাঁস করলেন ঘনিষ্ঠ অভিনেতা
Suhana Khan-Agastya Nanda: ইদানিং প্রায় সব জায়গায় একসঙ্গেই দেখা যাচ্ছে তাঁদের। সম্প্রতি ‘কউন বনেগা ক্রোড়পতি’-এর হটসিটেও বসেছিলেন দু'জন। শুধু তাই-ই নয়, শোনা গিয়েছে নতুন বছরের আগে একসঙ্গে ঘুরতেও গিয়েছেন তাঁরা। তবে দু'জনেই সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। এই ধরনের প্রশ্ন সবসময়ই এড়িয়ে যান তাঁরা।
1 / 8
বলিউড বাদশাহর একমাত্র কন্যা। তাঁকে নিয়ে চর্চা হবে তাই তো স্বাভাবিক। আর উল্টোদিকের মানুষটি খোদ শাহেশাহর নাতি। আর দু'জনকে একসঙ্গে দেখেই শুরু হয় যত গুঞ্জন। (ছবি:সোশ্যাল মিডিয়া)
2 / 8
কথা হচ্ছে শাহরুখ খানের কন্যা সুহানা খান ও অমিতাম বচ্চনের নাতি অগস্ত্য নন্দার। তাঁদের আলাপ বেশ কিছু বছর আগে থেকে। (ছবি:সোশ্যাল মিডিয়া)
3 / 8
আর ঘনিষ্ঠতা বাড়ে জ়োয়া আখতারের ছবি ‘দ্যা আর্চিজ়’-এর সেট থেকে। সেখান থেকেই বলিপাড়ার অন্যতম গুঞ্জন সুহানা-অগস্ত্য। একে অপরকে মন দিয়েছেন তাঁরা? প্রশ্ন বলিউডপ্রেমীদের। (ছবি:সোশ্যাল মিডিয়া)
4 / 8
ইদানিং প্রায় সব জায়গায় একসঙ্গেই দেখা যাচ্ছে তাঁদের। সম্প্রতি ‘কউন বনেগা ক্রোড়পতি’-এর হটসিটেও বসেছিলেন দু'জন। শুধু তাই-ই নয়, শোনা গিয়েছে নতুন বছরের আগে একসঙ্গে ঘুরতেও গিয়েছেন তাঁরা। (ছবি:সোশ্যাল মিডিয়া)
5 / 8
তবে দু'জনেই সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। এই ধরনের প্রশ্ন সবসময়ই এড়িয়ে যান তাঁরা। ভাল বন্ধু, এই পরিচয়ই দিয়ে থাকেন সুহানা ও অগস্ত্য।(ছবি:সোশ্যাল মিডিয়া)
6 / 8
এ বার সুহানা-অগ্যস্তকে নিয়ে যাবতীয় তথ্য ফাঁস করলেন তাঁদের ঘনিষ্ঠ সহ-অভিনেতা মিহির অহুজা। জো়য়ার ছবি ‘দ্যা আর্চিজ়’-এ অভিনয় করেছিলেন তিনিও। (ছবি:সোশ্যাল মিডিয়া)
7 / 8
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "ওদের নিয়ে মানুষের কৌতুহল থাকবে তাই স্বাভাবিক। তাই নানারকমের গুঞ্জন তো থাকবেই। আমার এই বিষয়ে আলাদা করে কিছু মনে হয় না। "(ছবি:সোশ্যাল মিডিয়া)
8 / 8
শেষে যোগ করেন, "সুহানা-অগ্যস্ত কি সত্যিই সম্পর্কে আছে? দেখে কিন্তু বোঝার উপায় নেই। এই বিষয়ে আমার নিজেরেও সন্দেহ রয়েছে।"(ছবি:সোশ্যাল মিডিয়া)