Aamir Khan: আমির খানকে কষিয়ে চড় মোনার! ‘ওঁর দেহরক্ষীরা আমাকে…’
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Dec 10, 2023 | 3:30 PM
Aamir Khan: বলিউডে কত কী যে ঘটে! কিছু খবর বাইরে আসে... আর কিছু খবর তলিয়ে যায় অন্ধকারের অতলে। এমনই এক খবর 'জাসসি জ্যায়সি কোয়ি নহি'র নায়িকা মোনা সিংয়ের হাতে আমির খানের চড় খাওয়ার ঘটনা...
1 / 8
বলিউডে কত কী যে ঘটে! কিছু খবর বাইরে আসে... আর কিছু খবর তলিয়ে যায় অন্ধকারের অতলে। এমনই এক খবর 'জাসসি জ্যায়সি কোয়ি নহি'র নায়িকা মোনা সিংয়ের হাতে আমির খানের চড় খাওয়ার ঘটনা...
2 / 8
কী ঘটেছিল সেদিন? কী করেছিলেন আমির খানের দেহরক্ষীরা? আইকনিক ছবি '৩ ইডিয়টস'-এর কথা মনে আছে?
3 / 8
ওই ছবিতে করিনা কাপুরের দিদির ভূমিকায় অভিনয় করেছিলেন মোনা সিং। সেখানেই এক দৃশ্য ছিল যেখানে মোনা অন্তঃসত্ত্বা। সন্তানের জন্ম দেবেন তিনি।
4 / 8
মোনার কথায়, "ওই দৃশ্য শুটের আগে সবাই শেয়ার করতে শুরু করেছিল, বাচ্চা জন্ম দেওয়ার সময় তাঁদের স্ত্রীরা কী রকম ব্যবহার করছিলেন। কেউ বলছিলেন তাঁর স্ত্রী লাথি মারেন, আবার কেউ বা বলছিলন, স্ত্রী চিৎকার করেন।"
5 / 8
আচমকাই আমির খান মোনা সিংকে বলেন তাঁকে থাপ্পড় মারতে। মোনা মারেনও। কিন্তু হালকা চালে। খানিক রেগেই যান আমির।
6 / 8
মোনাকে নির্দেশ দিয়ে বলেন, 'আসল চড় মারো'। মোনাও আর কিছু না ভেবে কষিয়ে চড় মেরে দেন তাঁকে। বেশ জোরেই লাগে তাঁর।
7 / 8
মোনার কথায়, "ওর দেহরক্ষীরা আমার দিকে তাকিয়ে ছিলেন। কিন্তু আমির স্যর ব্যাপারটিকে স্বাভাবিক ভাবেই নিয়েছিলেন।"
8 / 8
'থ্রি ইডিয়টস' সারা বিশ্বজুড়ে ব্যাপক হিট হয়েছিল। এর মেক্সিক্যান রিমেকও হয়েছিল। নাম দেওয়া হয়েছিল '৩ ইডিয়োটাস'। এত বছর কেটে গেলেও আজও সেই ছবি সমান জনপ্রিয়।