রটেছিল তাঁদের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। সব কিছু আর আগের মতো নেই। কিন্তু সেই বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে দিলেন ছোট পর্দার জনপ্রিয় দম্পতি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা।
খাতায় কলমে জামাইষষ্ঠীর এখনও বাকি আছে বেশ কয়েকটা দিন। কিন্তু তার আগেই ভুরিভোজে মাতলেন দু'জনে।
শুধু কি জামাইষষ্ঠী? ধুমধাম করে হল বৌমা ষষ্ঠীও। বৌমা কেন বাদ থাকবে? তাই কবজি ডুবিয়ে খেলেন তাঁরা।
কিন্তু সেলেব্রিটি বলে কথা। তাই ডায়েট মেনে খাওয়া যে চাই-চাই। সেই কারণেই বেছে নিলেন কন্টিনেন্টাল খাবার। দক্ষিণ কলকাতার রেস্তরাঁ 'স্টিম ইন মাগ'-এ কামড় বসালেন পেল্লাই সাইজের এক পিৎজায়।
সেই পিৎজার সাইজ শুনলে তাজ্জব হয়ে যাবেন, প্রায় ২২ ইঞ্চি! তবে শুধু পিৎজাই নয়। পাতে হাজির ছিল রকমারি পদ।
এর মধ্যে রয়েছে ফিস ফিঙ্গার, ফিস অ্যান্ড চিপস... আরও কত কী? খাওয়া দাওয়া খুনসুটিতে জমে গেলে দক্ষিণ কলকাতার ওই ক্যাফে।
কিছু দিন আগেই শেষ হয়েছে তৃণার ধারাবাহিক। এই মুহূর্তে বেশ কিছু কাজের কথা চলছে তাঁর।
অন্যদিকে নীল ব্যস্ত রয়েছে তাঁর ধারাবাহিক 'বাংলা মিডিয়াম' নিয়ে। ওই ধারাবাহিকে তাঁর বিপরীতে দেখা যাচ্ছে তিয়াসা লেপচাকে।