Bollywood Inside: অনিচ্ছা সত্ত্বেও স্বামীর জোরেই বাধ্য হয়েছিলাম: অকপট নিতু
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Dec 09, 2023 | 12:30 PM
Bollywood Inside: ২০২০ এক অভিশপ্ত বছর হয়ে ধরা দিয়েছিল সকলের কাছে। একদিকে তখন ভরা লকডাউন। অন্যদিকে ঠিক ওই বছরেই একের পর এক মৃত্যু। মাত্র একদিনের ব্যবধানেই প্রয়াত হয়েছিল ঋষি কাপুর ও ইরফান খান। মনে পড়ে?
1 / 8
ঋষি-নিতু।
2 / 8
ঋষি কাপুর নেই, কিন্তু তাঁর স্মৃতি আজও সকলের মনে। সবাই নিজের জীবনে এগিয়ে গিয়েছেন। তবে যে মানুষটি আজও তাঁকে মিস করেন প্রতিনিয়ত তিনি আর কেউ নন, তাঁর স্ত্রী নিতু সিং কাপুর।
3 / 8
বছর দু'য়েক আগে এক রিয়ালিটি শো'য়ে ঋষিকে নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন তিনি। জানিয়েছিলেন কীভাবে ঋষি কাপুর জোর করেছিলেন তাঁকে। কী নিয়ে জানেন?
4 / 8
মাত্র ২১ বছর বয়সেই অভিনয় জগৎকে বিদায় জানাতে হয়েছিল নিতু সিং। সে সময় তাঁর ভরা কেরিয়ার। নামডাকও হয়েছে। তবুও সব ছেড়ে দিতে হতে হয়েছিল।
5 / 8
কারণটা হয়তো অনেকেই জেনে থাকবেন। সে সময় কাপুর পরিবারের মহিলাদের, বাড়ির বৌদের মানতে হত এক কঠিন শর্ত। কাপুর পরিবারের বউ হতে গেলে প্রথমেই তাঁকে ছাড়তে হবে অভিনয়। কিছুতেই আর আসা যাবে না ক্যামেরার সামনে।
6 / 8
নিতু ঋষিকে বিয়ে করে আসার পর তাঁকেও দেওয়া হয় ওই একই শর্ত। না, তিনি প্রতিবাদ করেননি। মুখ বুঝে মেনে নিয়েছিলেন শ্বশুরবাড়ির নিয়ম, রীতিনীতি।
7 / 8
পরবর্তীকালে যদিও ছোটখাটো চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তবে তা নিজের ইচ্ছেয় নয়। স্বামী ঋষি কাপুরের ইচ্ছাতেই। তাঁর কথায়, “আমার স্বামীর সঙ্গে পরবর্তীতে বেশ কিছু ছবি আমি করেছি। ও এসে আমায় বলত চল এই ছবি করা যাক। আমি নিজের ইচ্ছায় এই ছবিগুলি করিনি।"
8 / 8
স্বামীকে খুশি করাই ছিল তাঁর প্রধান উদ্দেশ্য। তাই কোন ছবি হিট হল, কোন ছবি গল ফ্লপ, সেই বিষয়েই খুব একটা মাথা ঘামাননি তিনি। এখন যদিও আবার নতুন করে কেরিয়ার শুরু করেছেন তিনি। অভিনয় করেছেন বেশ কিছু সিরিজ ও ছবিতে।