TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 22, 2023 | 2:47 PM
রণবীর কাপুর, বলিউডের অন্যতম হ্যান্ডসম এই স্টার একটা সময় একের পর এক নায়িকার মনে জায়গা করে নিয়েছিলেন। কখনও সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন, কখনও আবার বিচ্ছেদের কারণে কটাক্ষের শিকার হয়েছিলেন।
তবে রণবীর কাপুর বর্তমানে বিবাহিত। এখন তিনি কেবলই আলিয়া ভাটের। অভিনয় কেরিয়ারে খুব বেশি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। তবে রণবীর কাপুর অভিনয়ের ক্ষেত্রে সব বিষয়ই ভীষণ স্বাচ্ছন্দ বোধ করেন।
তাই বলে বিপরীতে ঐশ্বর্য! তাঁর সঙ্গে ঘনিষ্ঠদৃশ্যে অভিনয় করা? সব মিলিয়ে বেজায় অস্বস্তিতে পড়তে হয়েছিলেন রণবীর কাপুরকে।
যাঁকে মূলত লেডিস ম্যান বলা হয়, সেই রণবীর কাপুর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রীতিমত ভয় পাচ্ছেন?
এও সম্ভব? রণবীর কাপুর নিজেই এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, বিপরীতে ঐশ্বর্য শোনা মাত্রই কাল ঘাম ছুটে গিয়েছিল তাঁর।
ঐশ্বর্যকে ছোঁয়ার আগে রীতিমত ঘাবড়ে যেতেন তিনি। নিজেই একবার কপিল শর্মার সঙ্গে সাক্ষাৎকারে ঐশ্বর্যের রূপের প্রসংশা করে জানিয়েছিলেন, ঐশ্বর্য যখন স্নান করেন, তখন জলটার স্নান হয়ে যায়।
পর্দায় এই জুটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলেন। তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত পর্দায় ভক্তদের মন ছুঁয়েছিল। যদিও ঐশ্বর্যের পরিবার বিষয়টা মোটেও ভাল চোখে দেখেনি।
বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল, ঐশ্বর্য নাকি পরিবারের কাউকে এই ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলেই উঠতে পারেননি। গোপন রেখেই করেছিলেন শুটিং। যদিও সবটাই রটনা।