Rani Mukherjee Miscarriage: গর্ভপাতের খবর চেপে গেলেন রানি, ‘ভয়ে কাউকে জানাইনি’, দ্বিতীয় সন্তানের মুখ দেখা হল না

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 10, 2023 | 1:21 PM

Bollywood Gossip: খুব কাছের মানুষ ছাড়া আর কেউ-ই জানতেন না রানি মুখোপাধ্যায়ের এই মানসিক অবস্থার কথা। সেটের সকলেই বিষয়টা চেপে রেখেছিলেন। রানি মুখোপাধ্যায়ও সবটা চেপে রেখেছিলেন।

1 / 8
রানি মুখোপাধ্যায়, সকলেই জানতেন তাঁর একটি মাত্র মেয়ে। কিন্তু  কিন্তু কিছুদিন আগে পর্যন্ত কারও জানা ছিল না, যে তিনি দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন।

রানি মুখোপাধ্যায়, সকলেই জানতেন তাঁর একটি মাত্র মেয়ে। কিন্তু কিন্তু কিছুদিন আগে পর্যন্ত কারও জানা ছিল না, যে তিনি দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন।

2 / 8
সেই সন্তান গর্ভেও এসেছিল তাঁর। বেশি দিন আগের কথা নয়। সাল ২০২০। কিন্তু শেষ রক্ষা হল না। মাত্র পাঁচমাসেই সেই সন্তানকে হারান তিনি। গর্ভপাতের কথা ভয়ে কাউকে জানাননি রানি মুখোপাধ্যায়।

সেই সন্তান গর্ভেও এসেছিল তাঁর। বেশি দিন আগের কথা নয়। সাল ২০২০। কিন্তু শেষ রক্ষা হল না। মাত্র পাঁচমাসেই সেই সন্তানকে হারান তিনি। গর্ভপাতের কথা ভয়ে কাউকে জানাননি রানি মুখোপাধ্যায়।

3 / 8
কিন্তু কেন এই ভয়? রানি মুখোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি তখন মিস্টার এন্ড মিসেস চ্যাটার্জি ছবির সঙ্গে যুক্ত ছিলেন।

কিন্তু কেন এই ভয়? রানি মুখোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি তখন মিস্টার এন্ড মিসেস চ্যাটার্জি ছবির সঙ্গে যুক্ত ছিলেন।

4 / 8
সেখানেও তিনি এক সত্য ঘটনা অবলম্বনে সন্তান হারানো মায়ের ভূমিকাতে অভিনয় করছিলেন। কিন্তু সেই সময় সত্যি রানি বাস্তাব জীবনেও সন্তান হারা খবর ছড়ালে হয়তো অনেকেই মনে করতেন এটা পাবলিসিটি স্টান্ট।

সেখানেও তিনি এক সত্য ঘটনা অবলম্বনে সন্তান হারানো মায়ের ভূমিকাতে অভিনয় করছিলেন। কিন্তু সেই সময় সত্যি রানি বাস্তাব জীবনেও সন্তান হারা খবর ছড়ালে হয়তো অনেকেই মনে করতেন এটা পাবলিসিটি স্টান্ট।

5 / 8
সেই ভয়ে মুখ বন্ধ করে রেখেছিলেন তিনি। টানা দুই বছর কাউকে কিছুই জানতে দেননি। যন্ত্রণা বুকে নিয়ে ছবির কাজ শেষ করেন রানি মুখোপাধ্যায়। ছবির প্রচারেও শরীরের ধকল কিংবা চোখের জলকে সামনে আসতে দেননি তিনি।

সেই ভয়ে মুখ বন্ধ করে রেখেছিলেন তিনি। টানা দুই বছর কাউকে কিছুই জানতে দেননি। যন্ত্রণা বুকে নিয়ে ছবির কাজ শেষ করেন রানি মুখোপাধ্যায়। ছবির প্রচারেও শরীরের ধকল কিংবা চোখের জলকে সামনে আসতে দেননি তিনি।

6 / 8
খুব কাছের মানুষ ছাড়া আর কেউ-ই জানতেন না রানি মুখোপাধ্যায়ের এই মানসিক অবস্থার কথা। সেটের সকলেই বিষয়টা চেপে রেখেছিলেন। রানি মুখোপাধ্যায়ও সবটা চেপে রেখেছিলেন।

খুব কাছের মানুষ ছাড়া আর কেউ-ই জানতেন না রানি মুখোপাধ্যায়ের এই মানসিক অবস্থার কথা। সেটের সকলেই বিষয়টা চেপে রেখেছিলেন। রানি মুখোপাধ্যায়ও সবটা চেপে রেখেছিলেন।

7 / 8
ট্রোলের ভয়ে, তাঁর আবেগকে কেউ গুরুত্ব দেবেন না, এই ভয়ে। কারণ ছবির জন্য সম্পর্ক পাবলিসিটি স্টান্ট, এসব তো চলতেই থাকেই। কিন্তু সন্তান নষ্ট?

ট্রোলের ভয়ে, তাঁর আবেগকে কেউ গুরুত্ব দেবেন না, এই ভয়ে। কারণ ছবির জন্য সম্পর্ক পাবলিসিটি স্টান্ট, এসব তো চলতেই থাকেই। কিন্তু সন্তান নষ্ট?

8 / 8
এই বিষয়টা নিয়ে মানুষ ভাবে খারাপ কথা বলবে, তা ভেবেই শিউরে উঠেছিলেন তিনি। মুখ বন্ধ করে রেখেছিলেন দীর্ঘদিন। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সবটাই খোলসা করেন।

এই বিষয়টা নিয়ে মানুষ ভাবে খারাপ কথা বলবে, তা ভেবেই শিউরে উঠেছিলেন তিনি। মুখ বন্ধ করে রেখেছিলেন দীর্ঘদিন। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সবটাই খোলসা করেন।

Next Photo Gallery