Relationship Gossip: ‘কভি অলভিদা না কহেনা’-র প্লটই সত্যি হল? ৯০ বছরেও শাহরুখের সঙ্গে রোম্যান্সে রাজি রানি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 06, 2023 | 10:29 AM

ShahRukh-Rani: এই খবর শোনা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁদের মন্তব্য। ভক্তদের মুখে ফেরে হাসি। শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায় একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন।

1 / 8
শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়ের মধ্যে সম্পর্কের সমীকরণ বেশ মধুর। পর্দায় এই জুটি যতবার একসঙ্গে উপস্থিত হয়েছেন, ঠিক ততবার যেন ম্যাজিক তৈরি হয়েছে।

শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়ের মধ্যে সম্পর্কের সমীকরণ বেশ মধুর। পর্দায় এই জুটি যতবার একসঙ্গে উপস্থিত হয়েছেন, ঠিক ততবার যেন ম্যাজিক তৈরি হয়েছে।

2 / 8
তবে সেই ম্যাজিক বেশ কয়েকবছর ধরে মিসিং। দর্শকেরা মাঝে মধ্যে পুরোনো জুটির নস্ট্যালজিয়া রোম্যান্স খুঁজে ফেরেন পর্দায়। যার মধ্যে অন্যতম দুই নাম হল শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়।

তবে সেই ম্যাজিক বেশ কয়েকবছর ধরে মিসিং। দর্শকেরা মাঝে মধ্যে পুরোনো জুটির নস্ট্যালজিয়া রোম্যান্স খুঁজে ফেরেন পর্দায়। যার মধ্যে অন্যতম দুই নাম হল শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়।

3 / 8
সম্প্রতি নিজের ছবির প্রচারে একাধিকবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে দেখা গিয়েছে রানি মুখোপাধ্যায়কে। আর সেখানেই তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি কি পর্দায় আবারও ফিরবেন শাহরুখের সঙ্গে?

সম্প্রতি নিজের ছবির প্রচারে একাধিকবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে দেখা গিয়েছে রানি মুখোপাধ্যায়কে। আর সেখানেই তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি কি পর্দায় আবারও ফিরবেন শাহরুখের সঙ্গে?

4 / 8
রানি মুখোপাধ্যায়ের উত্তর শুনে রীতিমত অবাক ভক্তরা। একবার নয় বার বার তিনি শাহরুখের সঙ্গে রোম্যান্সে রাজি। যতদিন না তাঁর ৮০ ও শাহরুখের ৯৫ হচ্ছে।

রানি মুখোপাধ্যায়ের উত্তর শুনে রীতিমত অবাক ভক্তরা। একবার নয় বার বার তিনি শাহরুখের সঙ্গে রোম্যান্সে রাজি। যতদিন না তাঁর ৮০ ও শাহরুখের ৯৫ হচ্ছে।

5 / 8
শুনে সকলে বেশ খুশি। এখানেই শেষ নয়, রানি মুখোপাধ্যায় আরও বলেন, তাঁদের নিয়ে যেন একটা সুন্দর গল্প লেখা হয়। তাঁরা ছবি নিশ্চয়ই করবেন।

শুনে সকলে বেশ খুশি। এখানেই শেষ নয়, রানি মুখোপাধ্যায় আরও বলেন, তাঁদের নিয়ে যেন একটা সুন্দর গল্প লেখা হয়। তাঁরা ছবি নিশ্চয়ই করবেন।

6 / 8
এই খবর শোনা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁদের মন্তব্য। ভক্তদের মুখে ফেরে হাসি। শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায় একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন।

এই খবর শোনা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁদের মন্তব্য। ভক্তদের মুখে ফেরে হাসি। শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায় একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন।

7 / 8
তালিকায় চলতে চলতে থেকে শুরু করে কুছ কুছ হোতা হ্যায়, কভি অলবিদা না কেহনা সবই আছে। তাঁদের জুটি পর্দায় বেশ চর্চিত। যদিও শাহরুখ কাজল জুটির চর্চাও সিনে পাড়ায় কম নয়।

তালিকায় চলতে চলতে থেকে শুরু করে কুছ কুছ হোতা হ্যায়, কভি অলবিদা না কেহনা সবই আছে। তাঁদের জুটি পর্দায় বেশ চর্চিত। যদিও শাহরুখ কাজল জুটির চর্চাও সিনে পাড়ায় কম নয়।

8 / 8
দিলওয়ালে ছবিতে এই জুটিকে শেষ দেখা গিয়েছিল। তবে রানির সঙ্গে শাহরুখের দেখা নেই বহু বছর। তাই আর অপেক্ষা সইছে না। রোম্যান্সিক হিরোকে পর্দায় রোম্যান্সেই ফিরে পেতে চায় ভক্তরা।

দিলওয়ালে ছবিতে এই জুটিকে শেষ দেখা গিয়েছিল। তবে রানির সঙ্গে শাহরুখের দেখা নেই বহু বছর। তাই আর অপেক্ষা সইছে না। রোম্যান্সিক হিরোকে পর্দায় রোম্যান্সেই ফিরে পেতে চায় ভক্তরা।

Next Photo Gallery