
শাহিদ কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ছবি সামনে এসেছিল করিনা কাপুরের। কখন যাব ইউ মেট ছবির শুটিং-এ ব্যস্ত জুটি। একে অপরকে মনও দিয়েছিলেন। সেই মুহূর্তেই ঘনিষ্ট হওয়ার ছবি হয়ে যায় লিক। মুহূর্তে যা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।

ছবি ইতিমধ্যেই দর্শক মনে বিস্তর জায়গা করে নিয়েছে, সকলের মনেই একটাই প্রশ্ন কবে আসছে ব্রহ্মাস্ত্র ২ ছবি। প্রথমপর্বেই স্পষ্ট ছিল ইঙ্গিত, আসবে দ্বিতীয় পর্ব।

এমন কি ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় জানিয়েছিলেন আগামীতে আরও দুটি পর্ব আসতে চলেছে। এবার দ্বিতীয় পর্ব নিয়ে চর্চা তুঙ্গে।

প্রথম পর্বে দেখা গিয়েছিল দেব বলে একটি চরিত্রকে। যেখানে তাঁর স্ত্রী হিসেবে যাঁর ঝলক মিলেছিল, অনেকেরই অনুমান ছিল তিনি দীপিকা পাড়ুকোন।

তবে দেবের চরিত্রে অর্থাৎ পর্দায় রণবীর কাপুরের বাবার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে ছিল ধোঁয়াশা বর্তমান। এবার জানা গেল নাম।

এই চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর সিং। এই নাম নিয়ে গত একবছর ধরেই চর্চা তুঙ্গে। তবে এবার সেই খবরই সত্যি হতে চলেছে বলে বলিউড সূত্রে খবর।

বাস্তবে তো বটেই, পর্দার গল্পেও রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটি । ফলে এবার তাঁর শ্বশুর হতে চলেছেন রণবীর সিং। শাশুড়ি হতে চলেছেন সম্ভবত দীপিকা পাড়ুকোন।

আলিয়া ভাট: আলিয়া যখন খুব ছোট সুনীল তালেকর তাঁকে রক্ষা করতেন। এখনও তাঁকেই নিজের দেহরক্ষী হিসেবে রেখেছেন আলিয়া। বছরে তাঁর আয় ৫০ লাখ টাকা।