Bollywood Gossip: একদা পর্দার প্রেমিক হয়ে গেল শ্বশুর, রণবীরের পুত্রবধূ এবার আলিয়া
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 10, 2023 | 6:54 PM
Alia-Ranveer: একটা সময় গলি বয় ছবিতে তাঁরা জুটি বেঁধেছিলেন। রণবীর সিং আর আলিয়া ভাট, এবার তাঁদের ঝুলিতে যে ছবি, সেখানেই দেখা যেতে চলেছে অন্য সমীকরণ, তা নিয়েই এবার বলিউডে জল্পনা তুঙ্গে।
1 / 8
শাহিদ কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ছবি সামনে এসেছিল করিনা কাপুরের। কখন যাব ইউ মেট ছবির শুটিং-এ ব্যস্ত জুটি। একে অপরকে মনও দিয়েছিলেন। সেই মুহূর্তেই ঘনিষ্ট হওয়ার ছবি হয়ে যায় লিক। মুহূর্তে যা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
2 / 8
ছবি ইতিমধ্যেই দর্শক মনে বিস্তর জায়গা করে নিয়েছে, সকলের মনেই একটাই প্রশ্ন কবে আসছে ব্রহ্মাস্ত্র ২ ছবি। প্রথমপর্বেই স্পষ্ট ছিল ইঙ্গিত, আসবে দ্বিতীয় পর্ব।
3 / 8
এমন কি ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় জানিয়েছিলেন আগামীতে আরও দুটি পর্ব আসতে চলেছে। এবার দ্বিতীয় পর্ব নিয়ে চর্চা তুঙ্গে।
4 / 8
প্রথম পর্বে দেখা গিয়েছিল দেব বলে একটি চরিত্রকে। যেখানে তাঁর স্ত্রী হিসেবে যাঁর ঝলক মিলেছিল, অনেকেরই অনুমান ছিল তিনি দীপিকা পাড়ুকোন।
5 / 8
তবে দেবের চরিত্রে অর্থাৎ পর্দায় রণবীর কাপুরের বাবার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে ছিল ধোঁয়াশা বর্তমান। এবার জানা গেল নাম।
6 / 8
এই চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর সিং। এই নাম নিয়ে গত একবছর ধরেই চর্চা তুঙ্গে। তবে এবার সেই খবরই সত্যি হতে চলেছে বলে বলিউড সূত্রে খবর।
7 / 8
বাস্তবে তো বটেই, পর্দার গল্পেও রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটি । ফলে এবার তাঁর শ্বশুর হতে চলেছেন রণবীর সিং। শাশুড়ি হতে চলেছেন সম্ভবত দীপিকা পাড়ুকোন।
8 / 8
আলিয়া ভাট: আলিয়া যখন খুব ছোট সুনীল তালেকর তাঁকে রক্ষা করতেন। এখনও তাঁকেই নিজের দেহরক্ষী হিসেবে রেখেছেন আলিয়া। বছরে তাঁর আয় ৫০ লাখ টাকা।